Breaking News

Fifa WorldCup 2030

৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে ফিফাকে প্রস্তাব দিয়েছে কনমেবল

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উদযাপনকে আরও জাঁকজমকপূর্ণ করতেই নাকি এই ৬৪ দলের ধারণা সামনে এনেছে তারা

Fifa WorldCup 2030: A Bold Proposal by Conmebol %%page%% %%sep%% %%sitename%%

Fifa WorldCup 2030

শান্তিপ্রিয় রায়চৌধুরী : উয়েফার বিরোধিতার পরেও ৬৪ দেশ নিয়ে ২০৩০ বিশ্বকাপ (Fifa WorldCup 2030)  আয়োজনের প্রস্তাব ফিফাকে দিল কনমেবল।
বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উদযাপনকে আরও জাঁকজমকপূর্ণ করতেই নাকি এই ৬৪ দলের ধারণা সামনে এনেছে তারা।

৩২ দলের পরিবর্তে ২০২৬ সালের বিশ্বকাপ হবে ৪৮ দলের। আলোচনা চলছে পরেরটায় আরও বাড়ানো নিয়ে। আরও বেশি সংখ্যক দেশকে বিশ্বকাপে সুযোগ করে দিতে ৬৪ দলের আসর নিয়ে ভাবছে ফিফা। এ প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারক উয়েফা এবং প্রাক্তন অনেক ফুটবলার ও কোচদের আপত্তির জন্য আলোচনা আর এগোয়নি। তবে আবারও আলোচনার সুযোগ করে দিয়েছে কনমেবল।

Fifa Ranking : র‍্যাঙ্কিংয়ের শীর্ষ-এ থেকে বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

২০২৬ ফিফা বিশ্বকাপ: মার্কিন অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যোগ হবে

৬৪ দল নিয়ে বিশ্বকাপ (Fifa WorldCup 2030) আয়োজনের বিষয়ে ফিফার কাছে প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন। গত ৬ মার্চ ফিফা আপাতত ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনকেই বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। অনলাইন মিটিংয়ে এ প্রস্তাব সামনে আনেন উরুগুয়ের এক প্রতিনিধি। নানা পক্ষের বিরোধিতা সত্বেও আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কনমেবল।

২০৩০ বিশ্বকাপ (Fifa WorldCup 2030) আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এখনই ফিফা এখনই এত বড় সিদ্ধান্ত নিতে পারছে না।
আপাতত ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনকেই বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফিফা।

#FifaWorldCup2030 #FIfa #wolrdcup2030 #spain #portugal #morocco

আরও পড়ুন :

কংগ্রেস বিধায়ক বিনেশ ফোগাটকে স্বীকৃতি দিয়ে নজির গড়ল বিজেপি সরকার

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, উত্তপ্ত এলাকা শান্ত রাখতে কড়া পদক্ষেপ

ad

আরও পড়ুন: