Breaking News

FIFA2026 RoadToWorldCup

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান

এখন পর্যন্ত নিশ্চিত ১০ দলের তালিকায় ৩টি এশিয়ান দল

FIFA2026 RoadToWorldCup: New Teams Shine %%page%% %%sep%% %%sitename%%

FIFA2026 RoadToWorldCup

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  ফুটবল বিশ্বে নতুন ইতিহাস—প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান এবং পশ্চিম এশিয়ার জর্ডান। ২০২৬ সালের বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে, আর তাতেই সুযোগ এসেছে নতুন স্বপ্ন দেখার। এবার সেই সুযোগটিকে বাস্তবতায় রূপ দিল এই দুই এশিয়ান দল (FIFA2026 RoadToWorldCup)।

বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন বহুদিন ধরেই পুষে রেখেছিল উজবেকিস্তান ও জর্ডান। অবশেষে কঠিন বাছাইপর্ব পেরিয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে সঙ্গে নিয়ে এশিয়া অঞ্চল থেকে তারা জায়গা করে নিয়েছে ফুটবলের মহাযজ্ঞে।

বিশ্বকাপে ইরানি সমর্থকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ, দায়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

ক্লাব বিশ্বকাপের মাঠ তৈরীর জন্য ফিফা ১ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে

উজবেকিস্তানের ইতিহাস গড়া অর্জন

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৭ নম্বরে থাকা উজবেকিস্তান স্বাধীন দেশ হিসেবে ১৯৯২ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। তারপর বহুবার বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়েও বারবার থেমে যেতে হয়েছে শেষ ধাপে এসে।

সবচেয়ে হতাশাজনক ছিল ২০০৬ সালের বাছাইপর্ব। প্লে-অফে বাহরাইনের বিপক্ষে দুই লেগের ম্যাচে অ্যাওয়ে গোলের নিয়মে বাদ পড়ে তারা। ওই দুঃখ স্মরণ করে অনেক উজবেক ফুটবলপ্রেমী আজ উচ্ছ্বাসে কেঁদে ফেলেছেন।

এবার সেই ইতিহাস বদলে দিয়েছে দলটি। বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছে উজবেকরা, যার স্বীকৃতি মিলেছে বিশ্বকাপের টিকিটে।


জর্ডানের রূপকথার মতো গল্প

জর্ডানের জন্য বিশ্বকাপে পৌঁছানোর রাস্তাটা ছিল আরও নাটকীয়। গ্রুপ ‘বি’-তে ছিল জটিল সমীকরণ—বিশ্বকাপে খেলতে হলে নিজেদের জিততেই হতো এবং প্রতিপক্ষ ইরাককে হারাতে হতো দক্ষিণ কোরিয়ার।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, দুই ঘটনাই ঘটেছে এক রাতেই! দক্ষিণ কোরিয়া ২-০ গোলে হারিয়েছে ইরাককে, আর জর্ডান ৩-০ গোলে হারিয়েছে ওমানকে। ফলে দক্ষিণ কোরিয়া ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন, আর জর্ডান ১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এই প্রথম জর্ডান খেলবে বিশ্বকাপে, যা দেশটির ক্রীড়াইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।


বিশ্বকাপে যারা এখন পর্যন্ত জায়গা করে নিয়েছে

  • আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

  • বাছাইপর্ব পেরিয়ে: আর্জেন্টিনা, ইরান, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান


বিশ্বফুটবলে নতুন বাতাস

FIFA-র ৪৮ দলের নতুন ফরম্যাট নিয়ে অনেক বিতর্ক থাকলেও উজবেকিস্তান ও জর্ডানের ইতিহাস গড়া যোগদান এই সিদ্ধান্তকে ইতিবাচক আলোয় তুলে ধরেছে। ছোট দলগুলোর জন্য নতুন দিগন্ত খুলেছে এই পরিবর্তন।

বিশ্লেষকরা বলছেন, “এশিয়ার ফুটবল মান গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে। এবার সেটা বিশ্বমঞ্চে প্রমাণের সুযোগ পাচ্ছে আরও অনেক দল।”

আরও পড়ুন :

অন্ধকারেও দেখা যাবে! বিজ্ঞানীরা তৈরি করলেন যুগান্তকারী কনট্যাক্ট লেন্স

বিদায় পিয়ুশ চাওলা: ভারতের দুই বিশ্বকাপজয়ী লেগ স্পিনারের অবসরের ঘোষণা

ad

আরও পড়ুন: