footballer donald trump
ক্লাউড টিভি ডেক্স : বেসবল, বাস্কেটবল, আমেরিকান ফুটবল যুক্তরাষ্ট্রে বেশি জনপ্রিয়। আসল ফুটবল, যেটাকে সেখানে সকার বলা হয়, সম্প্রতি সেটাও আমেরিকানদের মধ্যে জায়গা করে নিয়েছে এবং তা ঐ মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি নাম লেখানোর পর (footballer donald trump)।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প আবার দীর্ঘদিন থেকেছেন ফ্লোরিডায় যেখানে লিওনেল মেসির ইন্টার মায়ামি ক্লাব আছে। প্রশ্ন আসতেই পারে, ডোনাল্ড ট্রাম্প কি মেসি সেখানে ইন্টার মায়ামির হয়ে খেলতেন ডোনাল্ড ট্রাম্প (footballer donald trump)কি তার খবর রাখতেন?
শুনে অবাক হতে পারেন, ছোটবেলা থেকেই ফুটবল পছন্দ ট্রাম্পের। জীবনের নানা পর্বে ফুটবলের সঙ্গে জড়িয়েছেন তিনি। তাঁর ছোটবেলার একটি বিষয় জানতে পারলেই আপনি বুঝতে পারবেন। যখন হাইস্কুলে পড়তেন, নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলতেন (footballer donald trump)। ফক্স স্পোর্টস জানিয়েছে, ট্রাম্প সম্ভবত রাইট উইংয়ে খেলতেন।
ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের নানা অধ্যায়ে ট্রাম্প বাস্কেটবল, আমেরিকান ফুটবলসহ মূল ধারার ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে তাঁর পছন্দের তালিকার যুক্তরাষ্ট্রের কোনো ফুটবল ক্লাব নেই। এমনকি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে ওঠা ফ্লোরিডার ইন্টার মায়ামিও তার পছন্দের ক্লাব নয়। ট্রাম্পএর পছন্দের ক্লাব ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
তার তৃতীয় স্ত্রী মেলানিয়ার গর্ভে জন্ম নেওয়া ট্রাম্পের ছেলে ব্যারনও ছোটবেলায় ফুটবল খেলতে ভাল বাসতেন। এমনকি এমএলএসের ক্লাব ডিসি ইউনাইটেডের একাডেমিতে নামও লিখিয়েছিলেন ব্যারন। কিন্তু ব্যারনের ফুটবল ক্যারিয়ার খুব বেশি দূর এগোয়নি। বাবার মতো ছেলে ব্যারন ইউনাইটেড নয়, তিনি ছিলেন আর্সেনালের সমর্থক। ডোনাল্ড ট্রাম্পের নাতি, অর্থাৎ ইভাঙ্কা ট্রাম্পের ছেলে থিওডোর জেমস আবার ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজির ভক্ত।
ফুটবলের সঙ্গে অন্যভাবেও জড়িয়ে থাকতে চেয়েছিলেন ট্রাম্প। একবার কলম্বিয়ার ফুটবল ক্লাব আতলেতিকো নাসিওনাল কিনে নেবেন বলে শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত হয়তো রাজনৈতিক ব্যস্ততার জন্য ডোনাল্ড ট্রাম্পের সেই ক্লাব কেনা হয়নি ।
মোহনবাগান ক্লাবের নামে মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে,উদ্যোগী মুখ্যমন্ত্রী