Breaking News

XaviHernandez

আইএসএল অধ্যায় শেষ, দেশে ফিরলেন জাভি হার্নান্দেজ — এবার স্পেনের ক্লাবে নতুন ইনিংস

ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এক অধ্যায়ের ইতি। ইন্ডিয়ান সুপার লিগে দীর্ঘ সময় কাটিয়ে দেশে ফিরলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। যোগ দিলেন স্পেনের রিয়াল সোসিয়েদাদ দেপোর্তিভা আলকালা ক্লাবে।

XaviHernandez Returns to Real Sociedad %%page%% %%sep%% %%sitename%%

XaviHernandez

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  ভারতে ফুটবল ক্যারিয়ারের একটি গৌরবময় অধ্যায় শেষ করলেন জাভি হার্নান্দেজ। ইন্ডিয়ান সুপার লিগে পাঁচটি মরসুম কাটানোর পর স্পেনের ক্লাবে ফিরলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার (XaviHernandez)। নতুন মরসুমে তাঁকে দেখা যাবে রিয়াল সোসিয়েদাদ দেপোর্তিভা আলকালার জার্সিতে। ক্লাবটির সঙ্গে তাঁর এক বছরের চুক্তি হয়েছে, যা চলবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

গত মরসুমে জামশেদপুর এফসি-র হয়ে খেলেছেন দুর্দান্ত পারফরম্যান্স করে। মোট ২৩টি ম্যাচে ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। কোচ খালিদ জামিলের অধীনে তাঁর খেলা ছিল বেশ ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ।

ভারতে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১৯-২০ মরসুমে, এটিকে-র জার্সিতে। এরপর এটিকে মোহনবাগানে দলবদল, পরে খেলেছেন ওডিশা এফসি এবং সুনীল ছেত্রীর সঙ্গে বেঙ্গালুরু এফসি-তেও দুটি মরসুম। তাঁর নিখুঁত পাসিং, ফ্রি কিক এবং অভিজ্ঞতায় ভরপুর খেলা ভারতের ফুটবল অনুরাগীদের হৃদয় জয় করেছিল।

ডুরান্ড কাপ ২০২৫: মোহনবাগান সুপার জায়ান্টের সময়সূচি, ম্যাচ তালিকা ও ভেন্যু বিস্তারিত

ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে

৩৪ বছর বয়সি এই মিডফিল্ডার পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ পর্বে এসে নিজের দেশেই ফিরলেন। রিয়াল সোসিয়েদাদ দেপোর্তিভা আলকালা স্পেনের চতুর্থ বিভাগের ক্লাব হলেও যথেষ্ট ঐতিহ্যপূর্ণ। ক্লাবটির তরফে জানানো হয়েছে—

“জাভির মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে পেয়ে আমরা সম্মানিত। তাঁর অভিজ্ঞতা আমাদের স্কোয়াডকে শক্তিশালী করবে।”

জাভি হার্নান্দেজ ছিলেন সেইসব বিদেশি খেলোয়াড়দের একজন, যাঁরা ভারতীয় লিগের মানোন্নয়নে বাস্তব অবদান রেখেছেন। তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জুগিয়েছেন মাঠে ও মাঠের বাইরে।

আইএসএলে মোট ৮৫+ ম্যাচে অংশ নিয়ে তিনি প্রমাণ করে গিয়েছেন, শুধু নাম নয়—অভিজ্ঞতা, নেতৃত্ব আর টেকনিক দিয়েও ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন :

সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল, ২০২৭ পর্যন্ত লাল-হলুদে

দল বদলের গুঞ্জন থামিয়ে দিলেন বিষ্ণু, দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থাকছেন তরুণ তারকা

ad

আরও পড়ুন: