Breaking News

Jota20Forever LiverpoolLegend

জোটার স্মৃতিতে চোখ ভেজাল অ্যানফিল্ড, ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠাল লিভারপুল

দিয়োগো জোটার ২০ নম্বর এখন লিভারপুলের ইতিহাস। প্রয়াত পর্তুগিজ তারকার স্মৃতিকে অমর রাখতে ক্লাবের অভূতপূর্ব সিদ্ধান্ত—চিরতরে অবসরে পাঠানো হল তাঁর জার্সি নম্বর।

Jota20Forever LiverpoolLegend: A Tribute to Jota %%page%% %%sep%% %%sitename%%

Jota20Forever LiverpoolLegend

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : একটি নম্বর, এক জন ফুটবলার, আর তার অগণিত স্মৃতি—সেগুলিকেই এবার অমর করে রাখল লিভারপুল ফুটবল ক্লাব। মার্সিসাইডের ক্লাবটির তরফে ঘোষণা করা হয়েছে, দিয়োগো জোটার ২০ নম্বর জার্সি এখন থেকে আর কখনও কোনও খেলোয়াড় ব্যবহার করবেন না। শুধু পুরুষ দল নয়, নারী দল ও একাডেমি পর্যায়েও এই নম্বর স্থায়ীভাবে অবসরে পাঠানো হল (Jota20Forever LiverpoolLegend)।

গত মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা, যিনি অ্যানফিল্ডের গ্যালারিতে ছিলেন এক অনন্য আবেগের নাম। তাঁর আকস্মিক প্রয়াণে যেমন স্তব্ধ হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব, তেমনই লিভারপুল পরিবারে তৈরি হয় এক অপূরণীয় শূন্যতা।


 “২০ নম্বর জার্সিই জোটার পরিচয়”—লিভারপুলের আবেগঘন ঘোষণা

আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব লিখেছে

“দিয়োগো জোটা যেভাবে ২০ নম্বর জার্সিকে গর্ব এবং মর্যাদার প্রতীক করেছিলেন, সেটি আমাদের বহু জয়ের সাক্ষী। তাঁর স্ত্রী রুতে কারদোসো এবং পরিবারের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, লিভারপুলের সব স্তরে ২০ নম্বর জার্সিটি অবসরে পাঠানো হবে।”

ক্লাব জানিয়েছে, শুধু একটা জার্সি নম্বর নয়, এটা এক অনুভূতি। লিভারপুলের হয়ে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত খেলে ৭৬ গোল ও বহু স্মরণীয় পারফরম্যান্স রেখে যান জোটা।

বিয়ের ১০ দিনের মধ্যে অকাল প্রয়াণে স্তব্ধ লিভারপুল ও পর্তুগাল ফুটবল মহল

অবশেষে উন্মোচিত জোটার মৃত্যুর রহস্য: অতিরিক্ত গতিই কাল হল

জোটার স্ত্রী রুতে কারদোসো এই সিদ্ধান্তে আবেগাপ্লুত। তিনি ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন,

“জোটার জন্য লিভারপুল ছিল দ্বিতীয় পরিবার। এই সম্মান ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমার সন্তানরা একদিন গর্ব করবে যে তাদের বাবার নম্বরটা লিভারপুল চিরতরে তুলে রেখেছে।”

ঘোষণার পরেই অ্যানফিল্ডে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। কেউ রেখে যাচ্ছেন ফুল, কেউ আবার জোটার নাম লেখা স্কার্ফ বা জার্সি।
#Jota20Forever#YNWA হ্যাশট্যাগে সামাজিক মাধ্যমে লক্ষাধিক পোস্ট হয়েছে।

একজন সমর্থক লিখেছেন,

“২০ নম্বর এখন শুধু এক নম্বর নয়, এটা জোটার আত্মা। আমরা তাঁকে ভুলব না।”

বিশ্ব ফুটবল জুড়ে এই সিদ্ধান্তকে সম্মানজনক ও হৃদয়স্পর্শী হিসেবে দেখা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবরাও শোকবার্তা এবং শ্রদ্ধা জানিয়েছে জোটার প্রতি।

পূর্বতন সতীর্থ মোহামেদ সালাহ এক আবেগঘন পোস্টে লেখেন:

“তুমি হয়তো চলে গেছ, কিন্তু তোমার ২০ নম্বর জার্সি আমাদের মাঝে থাকবে চিরকাল।”

জোটা লিভারপুলে আসেন ২০২০ সালে উলভস থেকে, ক্লপের অধীনে দ্রুত হয়ে ওঠেন প্রথম একাদশের ভরসা। তাঁর গতি, পজিশনিং ও গোল করার দক্ষতা তাঁকে করে তোলে ক্লাবের প্রাণভোমরা।

২০২২-২৩ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর হ্যাটট্রিক এখনও অ্যানফিল্ডে সমর্থকদের স্মৃতিতে তাজা।

আরও পড়ুন :

স্থগিত আইএসএল! গভীর অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল, চুক্তি জটিলতায় ধাক্কা গোটা লিগ কাঠামোয়

ভারতীয় ফুটবলে নতুন জুটি—নর্থইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রিবক

ad

আরও পড়ুন: