Breaking News

Maradona Torn Jersey Auction

১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনালের ম্যারাডোনার ছেঁড়া জার্সি এবার নিলামে

৪০ বছর ধরে সংরক্ষিত এই ঐতিহাসিক জার্সি ফুটবল ইতিহাসে আবারও ফিরিয়ে আনছে সেই তীব্র মুহূর্তের স্মৃতি।

Maradona Torn Jersey Auction : স্মৃতি ফিরিয়ে আনছে ১৯৮৪ সালের ম্যাচ

Maradona Torn Jersey Auction

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায় নতুন করে ফিরে এল আলোচনায়। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার একটি ছেঁড়া জার্সি উঠছে নিলামে। ১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনাল—যেখানে ম্যারাডোনার বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক বিলবাওয়ের—সেই ম্যাচেই জার্সিটি ছিঁড়ে গিয়েছিল।

ম্যাচটিতে বার্সেলোনা ১-০ গোলে হেরে যায়, কিন্তু ফলাফল নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ম্যাচ-পরবর্তী সংঘর্ষ। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে সেই দিন মাঠ পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ম্যারাডোনা। তার পরিণতিতে তিন মাসের নিষেধাজ্ঞা জোটে আর্জেন্টাইন সুপারস্টারের কপালে।

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সহ জার্সি উপহার রোনালদোর

ব্যাজ্জিওর ‘ঐতিহাসিক ১০ নম্বর’ জার্সি পেয়ে আপ্লুত মেসি, বললেন “এটা জীবনের অমূল্য স্মৃতি”

ঘটনাপ্রবাহের সময়েই ম্যারাডোনার পরনের জার্সিটি ছিঁড়ে যায়। ম্যাচ শেষে বার্সেলোনার এক লন্ড্রি কর্মী জার্সিটি সংগ্রহ করেন স্মৃতিচিহ্ন হিসেবে। পরবর্তীতে তিনি তা উপহার দেন কাতালুনিয়ার এক বন্ধুকে, যিনি ছিলেন স্থানীয় একটি বারের মালিক। সেই পরিবারের কাছেই টানা ৪০ বছর ধরে সংরক্ষিত ছিল এই ঐতিহাসিক জার্সি।

এবার সেই পরিবারের পক্ষ থেকে ঘোষণা এসেছে—এই জার্সিটি তোলা হচ্ছে নিলামে। নিলাম আয়োজন করছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাচ ডে ফুটবল অকশনস’।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে,

“আমরা সাধারণত ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া জার্সি নিলামে তুলি না। কিন্তু এটি শুধুই এক টুকরো কাপড় নয় — এটি ফুটবল ইতিহাসের এক নীরব সাক্ষী।”

জার্সিটির গলার অংশ ছেঁড়া, কাপড়ে রয়েছে আঁচড় ও কাটা দাগ। বিশেষজ্ঞদের মতে, এই দাগগুলোই বলে দেয় সেই তীব্র সংঘর্ষের গল্প।

নিলামকারীরা ধারণা করছেন, এই জার্সির দাম উঠতে পারে কয়েক লক্ষ ইউরোতে। কারণ এটি কেবল ম্যারাডোনার ক্যারিয়ারের সঙ্গে যুক্ত নয়, বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত মুহূর্তগুলোর একটি প্রতীক।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, এই জার্সি ম্যারাডোনার “বিদ্রোহী প্রতিভা”-র এক জীবন্ত প্রতীক হয়ে থাকবে, যেখানে প্রতিভা, আবেগ, আর নিয়ন্ত্রণহীন আগ্রাসন মিলেমিশে তৈরি হয়েছিল এক কিংবদন্তি চরিত্র।

আরও পড়ুন :

গরুমারার গন্ডারের দেহ ভেসে উঠলো বাংলাদেশের কুড়িগ্রামে, চাঞ্চল্য দুই বাংলায়

নোবেল সাহিত্য পুরস্কার ২০২৫: হাঙ্গেরির লাস্লো ক্র্যাজনাহর্কাইয়ের হাতে গৌরবময় সম্মান

ad

আরও পড়ুন: