Breaking News

MehtabSingh

মুম্বই থেকে কলকাতায় ফিরছেন ভারতের সেরা ডিফেন্ডারদের একজন

তবে কলকাতা তাঁর কাছে নতুন নয়। ২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

MehtabSingh: A Key Player in ISL Transfers %%page%% %%sep%% %%sitename%%

MehtabSingh

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  দলবদলের বাজারে এখন চরম উত্তাপ। আইএসএলের ক্লাবগুলো নতুন মরশুমের আগে দল গুছিয়ে নিচ্ছে জোরকদমে। সেই দৌড়ে এবার বড়সড় ধাক্কা খেতে চলেছে ইস্টবেঙ্গল। কারণ ভারতের অন্যতম সেরা সেন্টার-ব্যাক মেহেতাব সিং (MehtabSingh)কে সম্ভবত তারা হারাতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের হাতে।

গত কয়েক মরশুমে মুম্বই সিটি এফসির হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন মেহেতাব। রক্ষণে তাঁর উপস্থিতি মানেই প্রতিপক্ষের জন্য দেওয়াল। আইএসএলে তাঁর ট্যাকল, কভারেজ আর হেডিং ক্ষমতা নজর কেড়েছে দেশজুড়ে।

তবে কলকাতা তাঁর কাছে নতুন নয়। ২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফের একবার মেহেতাবকে ফিরিয়ে আনতে চেয়েছিল লাল-হলুদ শিবির।

মেহেতাব এখনও ২০২৬ সাল পর্যন্ত মুম্বইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে তাঁকে পেতে হলে ট্রান্সফার ফি দিতেই হত। ইস্টবেঙ্গল সেই ফি দিতে রাজিও ছিল। এমনকি প্রাথমিক আলোচনাও শুরু হয়েছিল দুই ক্লাবের মধ্যে।

কিন্তু হঠাৎ করেই এই দৌড়ে নেমে পড়েছে মোহনবাগান। এবং সব সূত্র বলছে, অ্যান্তোনিও লোপেজ মোলিনার দল এখন অনেকটাই এগিয়ে।

গ্রীষ্মকালীন দলবদল: ক্লাব ছাড়ছেন ভিনি, হালান্ডে চোখ রিয়ালের!

আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

মোহনবাগানের ডিফেন্সে ইতিমধ্যেই রয়েছেন দুই বিদেশি—আলবার্তো নোগুয়েরাটমাস হার্বার্ট। তাদের সঙ্গে ঘরোয়া অভিজ্ঞ এবং তারুণ্যে ভরা ডিফেন্ডার মেহেতাব যোগ দিলে, রক্ষণ বিভাগ কার্যত অজেয় হয়ে উঠবে।

ক্লাব সূত্রের খবর, ট্রান্সফার ফি মিটিয়ে চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একাংশ বেশ হতাশ। তারা ভেবেছিল, কলকাতায় পুরনো ঘরেই ফিরবেন মেহেতাব। কিন্তু মোহনবাগানের হঠাৎ আগমন পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন :

কিংবদন্তিদের বিশ্বকাপ শুরু ১৮ জুলাই: মাঠ কাঁপাতে ফিরছেন গেইল, যুবরাজ, ডি ভিলিয়ার্সরা!

ইরান-ইসরায়েল সংঘর্ষে তেলের দাম বাড়ছে, কিন্তু ভারত কতটা চাপে?

ad

আরও পড়ুন: