MessiInIndia Kerala
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। সেই দলের হাল ধরেছেন কিংবদন্তি লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা জাতীয় দলকে নিয়ে গিয়ে কোনো দেশে ম্যাচ আয়োজন করতে হলে ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। ভারতের কেরালা সরকারও (MessiInIndia Kerala) এবার সেই কঠিন আর্থিক চ্যালেঞ্জ নিয়েছে, কারণ তারা মেসির আর্জেন্টিনাকে একবার মাঠে দেখতে চায় নিজ দেশে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত শনিবার নিশ্চিত করেছে যে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে ভারত সফরে আসবে তারা। এই সফরে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা হয়েছে, ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন—লিওনেল মেসিও জাতীয় দলের হয়ে এই ম্যাচ খেলবেন।
এশিয়া কাপের আগে নতুন স্পনসর খুঁজে পাওয়া এখন বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ
এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থের অঙ্ক। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মাত্র একটি ম্যাচ খেলার জন্যই আর্জেন্টিনা দলকে ১৩০ কোটি টাকা প্রদান করেছে কেরালা সরকার। আলোচনা এখানেই থেমে নেই। সূত্র বলছে, কেরালার বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এএফএর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। দীর্ঘ দরকষাকষির পর গত ডিসেম্বরে পুরো অর্থ—১৩০ কোটি টাকা—এককালীন পরিশোধ করা হয়। সেই চুক্তির ভিত্তিতেই আর্জেন্টিনার এই ভারত সফরের আয়োজন সম্ভব হয়েছে।
যদিও একটি প্রীতি ম্যাচের জন্য এত বিশাল অর্থ ব্যয় করা সমালোচনার জন্ম দিয়েছে, তবুও কেরালা সরকার মনে করছে এই বিনিয়োগ পর্যটন, বাণিজ্য, স্পনসরশিপ এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে বহুগুণে ফিরে আসবে। কারণ মেসির মতো বিশ্ব তারকাকে ভারতের মাটিতে খেলার সুযোগ পাওয়া কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে এক বিরল অভিজ্ঞতা।
বাণিজ্যিকভাবে এটি একটি বড় পদক্ষেপ, কারণ ভারতীয় ফুটবল ইতিহাসে কোনো বিদেশি দলকে এক ম্যাচের জন্য এত বিপুল অর্থ প্রদান করার নজির নেই। এক্ষেত্রে কেবল ফুটবল ভক্তদের উদ্দীপনাই নয়, বরং স্থানীয় ব্যবসা, হোটেল, ট্যুরিজম এবং মিডিয়া কাভারেজ থেকেও বিশাল আয় আসবে বলে আশা করছেন আয়োজকরা।
এখন সবার চোখ কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামের দিকে। নভেম্বর মাসে মেসি মাঠে নামলেই নিশ্চিতভাবেই ভারতের ফুটবল সংস্কৃতিতে নতুন ইতিহাস রচিত হবে।
আরও পড়ুন :
ভারতের আকাশকে সুরক্ষিত রাখবে এবারে দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম IADWS