Breaking News

NeymarContractRenewal

এখনই ইউরোপে ফেরা নয়, সান্তোসেই থাকছেন নেইমার আরও কিছুদিন — নতুন চুক্তি করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার

একদিকে চোট, অন্যদিকে জাতীয় দলের দায়িত্ব—এই দুইয়ের মাঝে নেইমারের জন্য সান্তোস যেন এক আত্মিক আশ্রয়। এই সিদ্ধান্ত যে পুরোপুরি আবেগপ্রবণ, তা নেইমারের নিজের কথাতেই স্পষ্ট।

NeymarContractRenewal: A New Chapter for Neymar %%page%% %%sep%% %%sitename%%

NeymarContractRenewal

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়র এবং সান্তোস—এই দুই নাম যেন একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের মতো। আর এবার সেই ইতিহাসেই যোগ হল নতুন অধ্যায়। ইউরোপে প্রত্যাবর্তনের নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গেই নতুন চুক্তি করলেন নেইমার (NeymarContractRenewal)। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটিতেই থাকবেন এই তারকা ফরোয়ার্ডমঙ্গলবার (২৪ জুন) ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেয় সান্তোস। এরপরই নেইমার নিজেও জানান তাঁর আবেগঘন সিদ্ধান্তের কথা।

নেইমার বলেন,
“আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়কে শুনেছি। সান্তোস শুধুই আমার দল নয়—এটা আমার বাড়ি, আমার নাড়ি, আমার ইতিহাস এবং আমার জীবন।”
“এখানে আমি নিজের মতো থাকতে পারি, সত্যিকারের খুশি থাকি। আমার কিছু অসম্পূর্ণ স্বপ্ন এখান থেকেই পূরণ করতে চাই। যেখান থেকে সব শুরু হয়েছিল, সেখানেই আমি থাকব।”

সৌদি ক্লাব আল হিলাল থেকে চোটের ধকল সামলে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফিরেছিলেন নেইমার। ফিরে এসে দলে কিছুটা সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১২টি ম্যাচে খেলেছেন, করেছেন ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট।তবে বারবার চোট তাঁর পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই দফায় তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে মাংসপেশির চোটে।নেইমারের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ।ব্রাজিল জাতীয় দলে তাঁর জায়গা প্রায় নিশ্চিত হলেও, ফর্ম এবং ফিটনেস ধরে রাখার জন্য ক্লাব ফুটবলে নিয়মিত খেলা অত্যন্ত জরুরি।সেই কারণেই সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করে বছরের শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডিসেম্বরে চুক্তি শেষ হলে তিনি আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তখন হয়তো আবারও ইউরোপে ফেরার সুযোগ তৈরি হবে।

আল নাশরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর, বেতন মিনিট প্রতি ৪৮ হাজার টাকা!

দলবদলের রেকর্ড ভেঙে ভিনিকে পেতে চায় সৌদি প্রো লিগ!

সান্তোস ক্লাবের পক্ষ থেকেও নেইমারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ লিখেছে,
“নেইমারের মতো কিংবদন্তির ফেরাটা শুধু সান্তোস নয়, গোটা ব্রাজিলীয় ফুটবলের জন্য দারুণ সুখবর। তাঁর সঙ্গে আরও কয়েক মাস থাকার সুযোগ আমরা কাজে লাগাতে চাই।”

একদিকে চোট, অন্যদিকে জাতীয় দলের দায়িত্ব—এই দুইয়ের মাঝে নেইমারের জন্য সান্তোস যেন এক আত্মিক আশ্রয়।এই সিদ্ধান্ত যে পুরোপুরি আবেগপ্রবণ, তা নেইমারের নিজের কথাতেই স্পষ্ট।তাঁর ফিরে আসা শুধু সান্তোস সমর্থকদের নয়, গোটা ব্রাজিলবাসীর কাছেই এক নতুন আশার প্রতীক। এখন দেখার, ২০২৬ বিশ্বকাপের আগে নেইমার নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন নিজের ঘরের মাঠে।

পিছিয়ে যাচ্ছে রিংকু–প্রিয়ার বিয়ে, নতুন তারিখ ২০২৬–র ফেব্রুয়ারিতে?

লর্ডসে একদিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শেখানোর বিশ্ব রেকর্ড, ইতিহাস গড়ল চান্স টু শাইন”

ad

আরও পড়ুন: