Breaking News

Pakistani Footballer Selling Sweets

অর্থাভাবে ফুটবল ছেড়ে জিলাপি বিক্রি করছেন পাকিস্তানি ফুটবলার রিয়াজ!

নিয়তির নিষ্ঠুর পরিহাস। আজ জিলাপি বেচে জীবিকা অর্জন করতে হচ্ছে মোহাম্মদ রিয়াজকে।

Pakistani Footballer Selling Sweets: A Journey of Change %%page%% %%sep%% %%sitename%%

Pakistani Footballer Selling Sweets

শান্তি প্রিয় রায় চৌধুরী : ঘরোয়া ফুটবলে একসময় বেশ নামডাক ছিল রিয়াজের। পাকিস্তানের হয়ে খেলেছেন এশিয়ান গেমসে। সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় দলেও হয়তো জায়গা হয়ে যেত তার। তবে নিয়তির নিষ্ঠুর পরিহাস। আজ জিলাপি বেচে জীবিকা অর্জন করতে হচ্ছে মোহাম্মদ রিয়াজকে (Pakistani Footballer Selling Sweets)।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে জিলাপি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন প্রাক্তন এই ফুটবলার (Pakistani Footballer Selling Sweets)। অথচ একসময় স্বপ্ন দেখতেন জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার।

পাকিস্তানের ক্লাব কে ইলেকট্রিকের হয়ে লম্বা সময় খেলেছেন রিয়াজ। তবে পাকিস্তান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার সুযোগ মেলে না ক্লাবটির। তার ওপর ইমরান খানের তেহরিক-ই ইনসাফ ক্ষমতায় এসে আন্তর্বিভাগীয় ফুটবল বন্ধ করে দেয়ায় মোহাম্মদ রিয়াজদের পেশাদার ফুটবল খেলার সুযোগ অনেক কমে যায়।

IPL 2025 Trophy : আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর দাম কত জানেন? জানলে চমকে যাবেন

বালুচিস্তানে গুলির লড়াই, শতাধিক পণবন্দির প্রাণসংশয়

২০১৯ সালে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর আবারও আন্তর্বিভাগীয় ফুটবল ফিরিয়ে আনার ঘোষণা দেন। তবে সেটি এখনও আলোচনার পর্যায়ে। ফলে আর্থিক সংকটে থাকা রিয়াজ বাধ্য হয়ে ফুটবল ছেড়ে ব্যবসায় নেমেছেন।

জীবিকা নির্বাহ করার জন্য কাজ করে অর্থ উপার্জন করা ছাড়া কোনো উপায় ছিল না রিয়াজের। রিয়াজ বলেছেন, ‘আমার কাছে সৎভাবে বাঁচার আর কোনো উপায় নেই। তাই ফুটবলের ছেড়ে আমি জিলাপি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।’ (Pakistani Footballer Selling Sweets)

রিয়াজ আরও বলেন, ” যখন প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেন, তখন আশা দেখেছিলাম। কিন্তু এখন দেখছি সে আশা আর নেই। মনে খুব কষ্ট হচ্ছে।”

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: