Petko Ganchev Death News
ক্লাউড টিভি ডেস্ক : পৃথিবীতে প্রতিনিয়তই বিচিত্র সব ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে পড়ে এই ঘটনাটিও। এই ঘটনার জন্ম দিয়েছে বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালি (Petko Ganchev Death News)।
গত রবিবার ক্লাবের প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালনের পর ক্লাব জানতে পারে গানচেভ মারাই যাননি (Petko Ganchev Death News)। পরে অবশ্য এ ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশও করেছে ক্লাবটি।
গত রবিবার কারজালির ম্যাচ ছিল লেভস্কি সোফিয়ার বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে দুই দল মাঝমাঠে লাইন ধরে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানায় মৃত্যুবরণ করা আরদার প্রাক্তন খেলোয়াড় গানচেভকে।
IPL 2025: বোলিং লাইনআপে ভর করেই KKR Hai Taiyaar?
IPL 2025 : একই ঘোড়ারোগ নিয়ে KKR এর বিরুদ্ধে নামছে RCB
এ সময় এক মিনিট নীরবতাও পালন করা হয়। শোক প্রকাশ শেষে খেলাও শুরু হয়ে যায়। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে গানচেভ নিজেই জানান, ক্লাব কর্তৃপক্ষ ভুল সংবাদ পেয়েছে, তিনি এখনো জীবিত। যোগাযোগের চরম উৎকর্ষের যুগে এত বড় ভুল কীভাবে সম্ভব, সে প্রশ্ন উঠেছে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট-এ ক্ষমা চেয়েছে কারজালি কর্তৃপক্ষ। তারা লিখেছে, ‘আরদার ম্যানেজমেন্ট দলের প্রাক্তন খেলোয়াড় গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল (Petko Ganchev Death News)। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য এবং তিনি যেন আরদার সাফল্য উপভোগ করতে পারেন, সেই কামনা করছি।’
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS