richard celis
শান্তিপ্রিয় রায়চৌধুরী : দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গল দলে ভালো বিদেশি ফরওয়ার্ড আনার জন্য আলোচনা চলছিল। আপাতত সেই সমস্যার সমাধান হলো। আজ মঙ্গলবার এই মরসুমের জন্য ইস্টবেঙ্গল ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে (Richard Celis) সই করাল।
রেড-এন্ড-গোল্ড ব্রিগেডের জন্য প্রথম শীতকালীন চুক্তিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। এই মিডফিল্ডার মাদিহ তালালের জায়গা পূরণ করবেন বলে আশা করা হচ্ছে, যিনি সম্প্রতি ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরির কারণে মরসুমে আর খেলতে পারবেন না ।
উল্লেখ্য কয়েকদিন আগে শোনা গিয়েছিল কোস্টারিকা জাতীয় দলের ফুটবলার, যিনি সেন্টার ফরওয়ার্ডে খেলেন সেই জুরগেন মন্টেনিগের ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ডের সমস্যা মেটাতে আসছেন।
যাই হোক,২৮ বছর বয়সী সেলিস (Richard Celis) ভেনেজুয়েলা দলের হয়ে এবারের কোপা আমেরিকায় খেলেছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে ০-৩ ব্যবধানে হেরেছিল ভেনেজুয়েলা। তিনি সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভেনেজুয়েলার প্রথম বিভাগের দল একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলোর হয়ে খেলেছিলেন।
“আমরা আশা করি রিচার্ডের (Richard Celis) প্রতিভা, দক্ষতা আছে, যা সে মেলে ধরবে,” ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজন বলেছেন।
শীতকালীন দলবদলে নজর থাকবে বেশ কয়েকজন হাই প্রোফাইল তারকার দিকে