Breaking News

TrumpAtFIFA ClubWorldCup2025

ক্লাব বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখবেন ট্রাম্প, ফিফার আমন্ত্রণে মেটলাইফ স্টেডিয়ামে যাবেন প্রেসিডেন্ট

ফুটবলপ্রেমী দৃষ্টিকোণ থেকে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল তিনি মাঠে বসেই উপভোগ করবেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে দেখবেন রিয়াল, চেলসি অথবা পিএসজির মধ্যে মহারণ।

TrumpAtFIFA ClubWorldCup2025: A Historic Event %%page%% %%sep%% %%sitename%%

TrumpAtFIFA ClubWorldCup2025

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফুটবলের আন্তর্জাতিক আসর ক্লাব বিশ্বকাপের ফাইনাল এ বছর মার্কিন মুলুকে অনুষ্ঠিত হচ্ছে, আর সেটিকে আরও ঐতিহাসিক করে তুলছেন ডোনাল্ড ট্রাম্প (TrumpAtFIFA ClubWorldCup2025) হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন,

“আমি খেলাটা দেখতে যাচ্ছি।”

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের ক্লাব চেলসি ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে। অপরদিকে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফ্রেঞ্চ ক্লাব পিএসজি-র মধ্যে সেমিফাইনাল হবে বুধবার। এই ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে চেলসি।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউসে সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানান। তখন থেকেই সম্ভাবনা ছিল, ট্রাম্প ম্যাচে উপস্থিত থাকতে পারেন। সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিনও এই বিষয়টি আগাম ইঙ্গিত দিয়েছিলেন।

এবার নিজেই সেই সম্ভাবনা নিশ্চিত করলেন ট্রাম্প।

১০০ কোটি ডলারের ফিফা ক্লাব বিশ্বকাপ: কে কত পাচ্ছে জানলে চোখ কপালে উঠবে!

ক্লাব বিশ্বকাপ গ্রুপ পর্বে আয়: শীর্ষে ম্যানসিটি, বিপুল অঙ্কে চেলসি-রিয়ালও

বিশ্লেষকদের মতে, ফাইনালের মতো আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে উপস্থিত থাকা একজন স্ট্র্যাটেজিক জনসংযোগ। নির্বাচনী বছরে যুব সমাজ এবং ক্রীড়াপ্রেমীদের কাছে পৌঁছনোর এটি কার্যকর মাধ্যম হতে পারে। ফুটবলভিত্তিক প্রচারণাও এতে নতুন মাত্রা পাবে।

এছাড়া, ফিফা ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যৌথ আয়োজকত্ব (২০২৬ বিশ্বকাপ) ঘিরেও এই যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন :

High voltage ঘটনা, low emotion সিরিজ! নাগেশ কুকুনুরের ‘Hunt for the Rajiv Gandhi Assassins’ কিন্তু ছুঁতে পারল না দর্শক মন

আইএসএল অধ্যায় শেষ, দেশে ফিরলেন জাভি হার্নান্দেজ — এবার স্পেনের ক্লাবে নতুন ইনিংস

ad

আরও পড়ুন: