Breaking News

vinicius saudi pro league

দলবদলের রেকর্ড ভেঙে ভিনিকে পেতে চায় সৌদি প্রো লিগ!

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়রদের পর এবার সৌদি প্রো লিগের নজর ভিনিসিউস জুনিয়রের দিকে।

Vinicius Saudi Pro League CEO makes transfer claim

vinicius saudi pro league

ক্লাউড টিভি ডেক্স: ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়রদের পর এবার সৌদি প্রো লিগের নজর ভিনিসিউস জুনিয়রের দিকে (vinicius saudi pro league)। লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল তো বলেই দিয়েছেন, রিয়াল মাদিদ্র ও ব্রাজিলিয়ান তারকার সৌদি লিগে যোগ দেয়া কেবল সময়ের ব্যাপার।

দলবদলের ইতিহাসে এই দুরন্ত তারকাকে সর্বোচ্চ অর্থ খরচ করে টানতে চায় সৌদি লিগ। তাকে পেতে নাকি ১ বিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত সৌদি লীগ । স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, শিগগিরই ভিনিকে নিজেদের লিগে টানছে তারা (vinicius saudi pro league)। এখন শুধু রিয়ালের সঙ্গে সমঝোতার অপেক্ষা করছেন তারা।
তিনি বলেছেন, ‘আমাদের স্বপ্ন নয়, এটা শুধু সময় ও সমঝোতার ব্যাপার।’

এশিয়ার এক নম্বর লিগ দাবি করে মুগারবেল জানিয়েছেন, তাদের লক্ষ্য বিশ্বের সেরা দশে জায়গা করে নেয়া। এ জন্য তারা বিদেশি তারকা খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছেন (vinicius saudi pro league)।

ইউরোপের পাঁচটি শীর্ষ লীগে পাল্লা দিয়ে চলছে গোল করার লড়াই

শীতকালীন দলবদলে নজর থাকবে বেশ কয়েকজন হাই প্রোফাইল তারকার দিকে

ad

আরও পড়ুন: