Breaking News

Ronaldo or Messi

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

ক্লাউড টিভি ডেক্স: ২০২৪ সাল বিদায় নিচ্ছে। ফেলে আসা এই বছরটায় কোন খেলোয়ার বেশি আয় করল তার একটা হিসাব দিচ্ছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’। ২০২৪ সালটায় সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ইউরোপে ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো আয় কমেনি।(Ronaldo or Messi) দুইয়ে আছেন স্প্যানিশ গলফার জন রাম। আর তিনে অবস্থান …

who is highest earning footballer ronaldo or messi

ronaldo

ক্লাউড টিভি ডেক্স: ২০২৪ সাল বিদায় নিচ্ছে। ফেলে আসা এই বছরটায় কোন খেলোয়ার বেশি আয় করল তার একটা হিসাব দিচ্ছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’।

২০২৪ সালটায় সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ইউরোপে ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো আয় কমেনি।(Ronaldo or Messi)
দুইয়ে আছেন স্প্যানিশ গলফার জন রাম। আর তিনে অবস্থান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই তালিকায় চারে আছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস আর পাঁচে অবস্থান রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

ক্রীড়া–বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ যে বিশ্লেষণ করেছে তাতে জানা যাচ্ছে, রোনাল্ডোর সঙ্গে বাকিদের আয়ের পার্থক্যটা অনেক বেশি। রোনাল্ডোর একার আয়ই বিশ্বের শীর্ষ ১৫ মহিলা ক্রীড়াবিদের আয়ের চেয়ে বেশি।

তাছাড়া ফোবর্স বলছে, এ বছর ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন রোনাল্ডো। এ পরিমাণ আয় নিয়ে তিনি ২০২৪ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ। আর স্পোর্টিকো বলছে, শীর্ষ ১৫ মহিলা ক্রীড়াবিদ মিলে এ বছর আয় করেছেন ২২ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ এই ১৫ জনের চেয়ে রোনাল্ডোর আয় ৩ কোটি ৮৭ লাখ ডলার বেশি। মহিলা ক্রীড়াবিদদের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ (৩ কোটি ৪ লাখ ডলার)।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে দুইয়ে আছেন স্প্যানিশ জন রামl তার আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। মেসির আয় রোনাল্ডোর প্রায় অর্ধেক। মেসি এ বছর ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস আয় করেছেন ১২ কোটি ৮০ লাখ ডলার এবং পাঁচে আছেন ফরাসি তারকা এমবাপে। তার আয় ১১ কোটি ডলার।(Ronaldo or Messi)

Uyghur Rebels and China : ‘উইঘুর’ মুসলিম যোদ্ধাদের নিয়ে তৈরি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ‘তুর্কিস্তান ইসলামিক পার্টি’র থেকে এ বার সরাসরি হুমকি পেল চিন।

১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো বোলার ক্রিকেট দৃশ্য দেখেনি অনেকদিন

ad

আরও পড়ুন: