Breaking News

Zidane Return

আবারও রিয়ালে জিদানের কোচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে

রিয়াল মাদ্রিদ যদি তাকে ফেরানোর প্রস্তাব দেয়, তাহলে জিদান ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিতে পারেন

Zidane Return: Is He Real Madrid's Future? %%page%% %%sep%% %%sitename%%

Zidane Return

শান্তিপ্রিয় রায়চৌধুরী : কোচ হিসেবে দুই দফায় রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন জিনেদিন জিদান। সেই জিদানকেই (Zidane Return) আরও একবার কোচ করে আনতে চাইছে রিয়াল মাদ্রিদ , জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। তবে এই তালিকায় জিদান প্ল্যান ‘এ’ হিসেবে নয়, আছেন প্ল্যান ‘বি’ হিসেবে, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ট্রিবিউনা।

২০২৫-২৬ মরসুম থেকে রিয়ালের কোচ হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে আলোচনা চলছে। বর্তমান কোচ কার্লো আনচেলত্তি মরসুম শেষে ক্লাব ছাড়বেন। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রিয়াল মাদ্রিদ দলের ভেতরে সবাই জানেন, আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন।

Taslima Nasrin: ১৮ বছর পর বিজেপি সাংসদের তসলিমাকে কলকাতায় ফেরানোর সওয়াল, বাম আমলে ছাড়তে হয়েছিল কলকাতা

রবি শাস্ত্রীর এই প্রেসক্রিপশনে বদলে যাবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা

আনচেলতি বিদায়ের পর কে আসবেন রিয়ালের কোচের ভূমিকায় সেই আলোচনা চলছে। শীর্ষ প্রার্থীদের মধ্যে রয়েছেন শাবি আলনসো ও ইয়ুর্গেন ক্লপ। বায়ার লেভারকুজেনকে চমৎকারভাবে পরিচালনা করা আলোনসো এখনই তার প্রজেক্ট ছেড়ে যেতে চান না। অন্যদিকে ক্লপ কিছুদিন কোচিং থেকে বিরতি নিতে চান বলে জানিয়েছেন। এই অনিশ্চয়তার মধ্যে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে জিদানকে (Zidane Return) ।
এদিকে ফ্রান্সে তার ঘনিষ্ঠ সূত্র বলছে, এখন তিনি আবারও রিয়ালে ফিরতে আগ্রহী।

জিদান ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্ব নিতে আগ্রহী। তবে রিয়াল মাদ্রিদ যদি তাকে ফেরানোর প্রস্তাব দেয়, তাহলে জিদান ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিতে পারেন।

ফ্রান্সের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘রিয়াল মাদ্রিদ যদি জিদানকে আবার ডাকে, তাহলে তিনি ফ্রান্স কোচ হওয়ার পরিকল্পনায় কিছুটা দেরি করতে পারেন।’

রিয়ালে এর আগেও দুবার কোচ হয়ে জিদান ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। সুতরাং রিয়ালের সফলতম এই কোচকে (Zidane Return) আবারও রিয়াল ফেরায় কি না সেটাই এখন দেখার।

#ZidaneReturn #RealMadrid #ZinedineZidane #AncelottiExit? #CloudTVSports #LaLiga #ChampionsLeague

আরও পড়ুন :

কাশ্মীর হামলা: পিএসএল দেখানো বন্ধ করল ভারতীয় প্লাটফর্ম, ক্রিকবাজও তথ্য মুছে দিল

আর কোনও প্রিমিয়ারে নয়: স্পষ্ট সিদ্ধান্তে স্বস্তিকা মুখোপাধ্যায়

ad

আরও পড়ুন: