FrancoMastantuono TransferNews
শান্তিপ্রিয় রায় চৌধুরী | ক্লাউড টিভি | জুন ৪, ২০২৫ : আর্জেন্টিনা যে শুধুই মেসির দেশ নয়, তা বারবার প্রমাণ করেছে। আবারও এক নতুন প্রতিভা উঁকি দিচ্ছে আকাশে, নাম ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বয়স মাত্র ১৭, কিন্তু তাতেই সে দুনিয়ার দুই সবচেয়ে ধনী ও প্রভাবশালী ক্লাবের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি এবং ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ—দুই জায়ান্টই এখন লড়ছে মাস্তানতুয়োনোকে নিজেদের দলে টানার (FrancoMastantuono TransferNews) জন্য।
রিভার প্লেটের মূল দলে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক।
ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১৬ বছর ৫ মাস ২৫ দিন বয়সে প্রথম গোল করেন।
সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাই স্কোয়াডে জায়গা পেয়েছেন—চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য।
ফুটবলবিশ্বে তাকে বলা হচ্ছে “The Next Big Thing from Argentina“।
ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মাঁ (PSG) অনেক আগে থেকেই ট্রান্সফার নিয়ে কাজ শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল মাস্তানতুয়োনোকে আগামী মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করা এবং তাকে ইউরোপে ধাপে ধাপে প্রস্তুত করা। ইতোমধ্যেই তারা রিভারপ্লেটের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বলে খবর।
কিন্তু ঠিক সেই সময় দৃশ্যপটে প্রবেশ রিয়াল মাদ্রিদের, যাদের গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক ও ইতিহাস অনেকের চোখে স্বপ্নের মতো। লা লিগার রাজারা এখন মাস্তানতুয়োনোকে ক্লাব বিশ্বকাপের আগেই দলে টানার জন্য উঠে পড়ে লেগেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে রিভার প্লেট কর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসেছেন। দ্রুত সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট প্রস্তাব জমা পড়তে পারে।
অন্যদিকে, পিএসজি শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন,
“মাস্তানতুয়োনোর স্বপ্নই হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। সেই দিক থেকে রিয়াল অনেকটাই এগিয়ে রয়েছে।”
ইউরোপের প্রথম সারির ক্লাবগুলো ইতোমধ্যেই এই বিস্ময় প্রতিভাকে নজরে রেখেছে। তবে তার এজেন্ট ও পরিবার রিয়ালের ট্র্যাক রেকর্ড ও আর্জেন্টিনার খেলোয়াড়দের সাফল্য (গারাই, হিগুয়েন, ডি মারিয়া, গাগো ইত্যাদি) বিচার করেই সিদ্ধান্ত নিতে চান।
ফ্রাঙ্কোর জন্য হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সঠিক সময় ও জায়গা বেছে নেওয়া। তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর।
রিভার প্লেট যে নতুন এক রত্ন তুলে দিয়েছে ফুটবলবিশ্বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার বিষয়, এই হিরেকে প্যারিসের আকাশে উড়বে না কি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠবে। ট্রান্সফার ফি হতে পারে ৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি, কিন্তু সেটা শুধু এক নতুন মেসির গল্প শুরুর দাম—বিশ্ব ফুটবলের দৃষ্টিতে।
আরও পড়ুন :
জেল থেকেই নেতৃত্ব! ইমরান খান হলেন পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’