FrancoMastantuono
ক্লাউড টিভি, ১ জুন ২০২৫ — অবশেষে জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন আগামী জুন মাসের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য দল। ২৯ সদস্যের এই স্কোয়াডে একদিকে যেমন ফিরে এসেছেন অভিজ্ঞ তারকারা, তেমনি জায়গা পেয়েছেন এক ঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ। নজর কেড়েছেন রিভার প্লেটের বিস্ময়বালক ফ্রাঙ্কো মাস্তানতুওনো (FrancoMastantuono), যিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
গত বছরের নভেম্বরে সর্বশেষ আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন মেসি। এরপর চলতি বছরের শুরুর ম্যাচগুলোতে তিনি বিশ্রামে ছিলেন পেশির চোটের কারণে। তার অনুপস্থিতিতে উরুগুয়ে ও ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারায় আর্জেন্টিনা। এবার ৫ জুন চিলি ও ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে ফের মাঠে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন কোচ স্কালোনি।
স্কালোনি জানিয়েছেন,
“মেসির অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ট্যাকটিকাল প্রভাব আমাদের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটি সেরা সময় তাকে ফিরিয়ে আনার।”
বেতলার জঙ্গল হাতি হরিণ সম্বর বাঘ ও বাইসনের অবাধ বিতরণ ক্ষেত্র
১৯ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুওনো এখন আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে আলোচিত নাম। রিভার প্লেটের এই মিডফিল্ডার চলতি মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ৭ গোল এবং করিয়েছেন ৪টি। তার পারফরম্যান্স নজরে এসেছে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর— রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও পিএসজি ইতোমধ্যে তাকে নিয়ে আলোচনায় বসেছে।
জাতীয় দলে ডাক পাওয়ার পর রিভার প্লেটের তরুণ এই মিডফিল্ডার বলেন,
“আর্জেন্টিনার জার্সিতে ডাক পাওয়া আমার জন্য সম্মান। মেসির সঙ্গে একই স্কোয়াডে থাকতে পারা এক বিশাল অনুপ্রেরণা।”
দলে আরও নতুন মুখ আছেন— রক্ষণভাগে মারিয়ানো ত্রোইলো ও কেভিন লোমোনাকো, মিডফিল্ডে এনজো বেরনাচেয়া এবং রিয়াল মাদ্রিদের নিকো পাজ। নতুনদের সুযোগ দিয়ে স্কালোনি হয়তো পরবর্তী প্রজন্মকে তৈরি করতে চাইছেন।
তবে কিছু অভিজ্ঞ মুখ এই স্কোয়াডে নেই— আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস ডমিঙ্গেজ চোটের কারণে বাদ পড়েছেন, আর আলেহান্দ্রো গারনাচো বাদ পড়েছেন খারাপ ফর্মের কারণে। স্কালোনির ভাষায়,
“এটি একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড। কিছু চোট ও ফর্মজনিত কারণে বাদ পড়লেও তারা আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছেন।”
আগামী ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই এই স্কোয়াড মূলত দল গুছিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। জুনের এই ম্যাচগুলোতে স্কালোনি তরুণদের পর্যবেক্ষণ করবেন, যাতে মূল পর্বে প্রয়োজনীয় গভীরতা তৈরি করা যায়।
গোলরক্ষক: এমি মার্তিনেজ, ওয়ালতার বেনিতেজ, হেরোনিমো রুইয়ি।
ডিফেন্ডার: ত্রোইলো, রোমেরো, অতামেন্দি, মলিনা, বালের্দি, বার্কো, ফইথ, তালিয়াফিকো, মেদিনা, লোমোনাকো।
মিডফিল্ডার: পারেদেস, বেরনাচেয়া, এনজো ফের্নান্দেজ, পালাসিওস, আলমাদা, নিকো পাজ, দে পল, লো সেলসো।
ফরোয়ার্ড: সিমিওনে, কোরেয়া, আলভারেজ, গনজালেস, মাস্তানতুওনো, মেসি, লাওতারো।
আরও পড়ুন :
আইপিএলে ৭৫৯ রান করেও সুদর্শন বলছেন, ‘অনেক উন্নতি করতে হবে আমাকে’
ইজরায়েলি আগ্রাসনে গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে: স্কুলছুট প্রায় ৮ লাখ শিক্ষার্থী