Breaking News

GaryStead

নিউ জিল্যান্ডের সফলতম কোচের গ্যারি স্টেডের বিদায়

৫৩ বছর বয়সী এই কোচ নিউজিল্যান্ড ক্রিকেটকে পৌঁছে দিয়েছিলেন এমন সব উচ্চতায়, যেটা কল্পনারও বাইরে ছিল বহুদিন

GaryStead: The Legendary Coach of New Zealand %%page%% %%sep%% %%sitename%%

GaryStead

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  নতুন অধ্যায়ের সূচনা হল নিউজিল্যান্ড ক্রিকেটে। সফলতম কোচ গ্যারি স্টেড (GaryStead) জানিয়ে দিলেন—আর থাকছেন না ব্ল্যাক ক্যাপসের সঙ্গে। ৫৩ বছর বয়সী এই কোচ নিউজিল্যান্ড ক্রিকেটকে পৌঁছে দিয়েছিলেন এমন সব উচ্চতায়, যেটা কল্পনারও বাইরে ছিল বহুদিন।


সাত বছরে সাফল্যের পাহাড়

২০১৮ সালে নিউজিল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গ্যারি স্টেড (GaryStead)। তারপর থেকেই ইতিহাস লেখা শুরু। সবচেয়ে গর্বের মুহূর্ত এসেছিল ২০২১ সালে, যখন তার কোচিংয়েই নিউজিল্যান্ড জিতে নেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি—ক্রিকেট ইতিহাসে দেশের সবচেয়ে বড় অর্জন।

এর আগে, ২০০০ সালে আইসিসি নকআউট চ্যাম্পিয়নস ট্রফি ছিল তাদের একমাত্র বৈশ্বিক শিরোপা। সেই দীর্ঘ প্রতীক্ষা ভেঙে ইতিহাস গড়েছিলেন স্টেড।


টেস্টে এক নম্বর, ভারতের মাটিতে ইতিহাস

স্টেডের অধীনে নিউজিল্যান্ড দল প্রথমবারের মতো পৌঁছে যায় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। শুধু তাই নয়, গত বছর ভারতে এসে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় ব্ল্যাক ক্যাপস, যা টেস্ট ইতিহাসে বিরল কৃতিত্ব—ভারতের মাটিতে কোনও সফরকারী দলের এত বড় জয় ছিল না আগে।

১৮ বারের অপেক্ষার অবসান, অবশেষে আইপিএলের মুকুট উঠল কোহলির মাথায়

চলুন যাই শীতলতার ছোঁয়া নিতে নেপালে


কোচিংয়ের পর্বের সমাপ্তি ঘোষণা

গত এপ্রিলেই সাদা বলের ক্রিকেট থেকে কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন স্টেড। এই মাসেই শেষ হচ্ছে তার টেস্ট দলের দায়িত্বের মেয়াদ। বুধবার তিনি নিশ্চিত করে জানিয়ে দিলেন—চুক্তি আর নবায়ন করছেন না।


স্টেড যা বললেন বিদায়ক্ষণে:

“এই সাত বছর আমার জীবনের সবচেয়ে শিক্ষণীয় ও গর্বের সময়। আমি কিছুদিন পরিবারকে সময় দেব এবং বিশ্রাম নেব। এরপর আবার ফিরে আসব কোচিংয়ে, আরও কিছু চ্যালেঞ্জ নিতে।”


গ্যারি স্টেডের অধীনে নিউজিল্যান্ড: কিছু বড় সাফল্য

  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় (২০২১)

  • আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর দল

  • ভারতে ৩-০ টেস্ট সিরিজ জয় (২০২৪)

  • বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছনো

  • একটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ দল গঠনে ভূমিকা


এক অধ্যায়ের শেষ, আরেকটির অপেক্ষা

গ্যারি স্টেডের (GaryStead) বিদায়ের মধ্য দিয়ে শেষ হল নিউজিল্যান্ড ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়। এবার দেখার, তার স্থলাভিষিক্ত হয়ে কে সামলান এই দায়িত্ব, আর নতুন অধ্যায়ে কিউইরা কোন পথে এগোয়।

আরও পড়ুন :

চ্যাম্পিয়ন হয়ে অধিনায়ক পাতিদারকে ‘অমূল্য’ উপহার দিলেন কোহলি

আইপিএল ২০২৫ : কে জিতল কোন পুরস্কার, কোন দল পেল কত টাকা – এক নজরে সব তথ্য

ad

আরও পড়ুন: