sundar pichai google
ক্লাউড টিভি ডেক্স : টেক জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই (sundar pichai google)একজন ক্রিকেটপ্রেমী। এটা আমরা সবাই জানি। ভারতীয় বংশোদ্ভুত এই কর্পোরেট ব্যক্তিত্ব এবার ক্রিকেট দল কিনতে চাইছেন। ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার এই মন্তব্যও শোনা গেছে। এবার সেই পিচাই (sundar pichai google)ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে একটা ফ্র্যাঞ্চাইজি কেনার উদ্যোগ নিয়েছেন।
‘দ্য হানড্রেড’ ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে- গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা, অ্যাডোবির সান্তনি নারায়ণ, পালো আল্টোর নিকেশ অরোরা এবং টাইমস ইন্টারনেটের সত্যেন গজভানি মিলে ‘ওভাল ইনভিন্সিবল’ কিংবা ‘লন্ডন স্পিরিট’ ফ্র্যাঞ্চাইজি কিনতে চান।
ছেলেদের দ্য হানড্রেড টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হলো ওভাল ইনভিন্সিবল আর মেয়েদের দ্য হানড্রেডের চ্যাম্পিয়ন দল হল লন্ডন স্পিরিট। এই দল কেনার জন্য এই ব্যবসায়ীরা ৯ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগেও আগ্রহী।
আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?
Bangladesh-India : ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চ করবে বলে হুঁশিয়ারি খালেদার!