Breaking News

SouthernSamity WomenCoach

সাদার্ন সমিতির দায়িত্ব মহিলা কোচের হাতে: কলকাতা লিগে ইতিহাস গড়তে চলেছেন সুজাতা কর

“ফুটবল একটা জেন্ডার নিরপেক্ষ খেলা—সেটাই আমি মাঠে প্রমাণ করতে চাই।” – সুজাতা কর

SouthernSamity WomenCoach Paves New Paths %%page%% %%sep%% %%sitename%%

SouthernSamity WomenCoach

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১২ জুন ২০২৫ : কলকাতা ময়দানের ইতিহাসে প্রথমবার, একটি পুরুষ দলের কোচ হিসেবে আসছেন একজন মহিলা। সাদার্ন সমিতি এবার নতুন ফুটবল মরসুমে তাদের কোচ হিসেবে দায়িত্ব দিলেন সুজাতা করকে—যিনি ইতিমধ্যেই ভারতীয় মহিলা ফুটবলে এক সুপরিচিত নাম। কলকাতা লিগে পুরুষ দলের প্রধান কোচের আসনে মহিলা কোচ (SouthernSamity WomenCoach ) নিযুক্ত হওয়া নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।

সুজাতা কর দীর্ঘদিন ধরেই মহিলা ফুটবলের সঙ্গে যুক্ত। তিনি ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব-এর মহিলা দলের সঙ্গেও তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। তাঁর কোচিংয়ে একাধিক প্রতিভাবান ফুটবলার উঠে এসেছেন এবং রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছেন।

আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন

পাকিস্তান ক্রিকেটের কোচের মিউজিক্যাল চেয়ারে ২ বছরে ষষ্ঠ কোচ মাইক হেসন

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর তরফেও সম্প্রতি তাঁকে দেশের অন্যতম সেরা মহিলা কোচ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার পুরুষদের একটি প্রফেশনাল ফুটবল ক্লাবের দায়িত্ব পেয়ে তাঁর কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

কলকাতা লিগে ঐতিহ্যবাহী ক্লাবগুলি প্রতিযোগিতায় নাম লেখানোর আগেই নিজেদের দলে পরিবর্তনের হাওয়া বইছে। এই পরিবর্তনের পথে চলেই সাদার্ন সমিতি সাহসী সিদ্ধান্ত নিয়ে সুজাতাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিল। ক্লাব কর্তৃপক্ষের মতে, “সুজাতা করের অভিজ্ঞতা এবং ফুটবল পড়ার দক্ষতা অসাধারণ। তাঁর অধীনে দল আরও গোছানো, পেশাদার এবং লড়াকু হবে বলে আমরা নিশ্চিত।”

এই সিদ্ধান্ত শুধুমাত্র ক্লাবের ভিতরেই নয়, কলকাতা ময়দানের বাইরেও এক প্রগতিশীল বার্তা দিচ্ছে—যেখানে লিঙ্গবৈষম্যের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব স্বীকৃতি পাচ্ছে।

সাদার্ন সমিতির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরে সুজাতা কর  বলেন:

“এটা শুধু আমার একার অর্জন নয়, এটি বাংলা ও ভারতের প্রতিটি মহিলা কোচের জন্য একটি বড় প্রেরণা। ফুটবল একটা জেন্ডার নিরপেক্ষ খেলা—সেটাই আমি মাঠে প্রমাণ করতে চাই।”

তিনি আরও বলেন, পুরুষ দলের কোচিংয়ের চ্যালেঞ্জ ভিন্ন, তবে সেখানেও পেশাদারিত্ব, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা থাকলেই সাফল্য আসবেই।

সুজাতাকে সামনে রেখে সাদার্ন সমিতি কেবল মাঠের লড়াইয়ে নয়, সমাজের মানসিকতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যেখানে নারীর ভূমিকা অনেকক্ষেত্রেই এখনও সীমাবদ্ধ ভাবা হয়, সেখানে মাঠে পুরুষ ফুটবলারদের নেতৃত্ব দিয়ে, এক মহিলা কোচ প্রমাণ করতে চলেছেন যে যোগ্যতার কোনও লিঙ্গ হয় না

আরও পড়ুন :

পশ্চিমবঙ্গজুড়ে ফের গরমের ছুটি: ১৩ ও ১৪ জুন বন্ধ থাকবে সব সরকারি স্কুল

জি-৭ সম্মেলনের পথে প্রবল তুরস্ক বিরোধী দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে জ্বালানি ভরতে থামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ad

আরও পড়ুন: