Breaking News

haaland mansion

ম্যানচেস্টার সিটি সেন্টারে বিলাস বহুল ম্যানশন কিনলেন হালান্ড , দাম কত জানেন? ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা!

বাড়ি যেহেতু কিনেই ফেলেছেন, তাহলে তো বলাই যায়, ইংল্যান্ডেই থাকছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

Haaland settles down buying six-bedroom mansion

haaland mansion

ক্লাউড টিভি ডেক্স: ম্যানসিটি কিংবা হালান্ডের পক্ষ থেকে নতুন চুক্তির তাজা খবর এখন নেই। বর্তমান চুক্তির অধীনে ইতিহাদে ২০২৭ সাল পর্যন্ত আছেন হালান্ড। বছরে ২ কোটি ৫৩ লাখ ডলারে হালান্ডের সঙ্গে আরো দীর্ঘ মেয়াদের চুক্তি করতে চায় সিটি বলে দাবি করেছে কয়েকটি গণমাধ্যমের। আপাতত হালান্ডকে নিয়ে চুক্তির কোন খবর নেই l খবর ইংল্যান্ডে এখন তিনি শিকড় গেড়েছেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর দীর্ঘদিন ম্যানচেস্টার সিটি সেন্টারের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন হলান্ড। বাড়িওয়ালাকে মাসে মাসে ভাড়া গুনার ঝামেলা এড়াতে এবার ইংল্যান্ডে বাড়িই কিনে ফেলেছেন এ তারকা। বাড়ি নয়, বলতে গেলে বিলাসবহুল এক ম্যানশন (haaland mansion)। আর বাড়ি যেহেতু কিনেই ফেলেছেন, তাহলে তো বলাই যায়, ইংল্যান্ডেই থাকছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

আরও পড়ুন :

মেসির লকার উঠছে নিলামে

ইউরোপের পাঁচটি শীর্ষ লীগে পাল্লা দিয়ে চলছে গোল করার লড়াই

ম্যানচেস্টার সিটি সেন্টারে হালান্ডের প্রতিবেশী ছিলেন তারই ক্লাব সতীর্থ জ্যাক গ্রিলিশ। ২০২৩ সালে সিটি সেন্টার ছেড়ে চেশায়ারের ছায়াঘেরা শান্ত মনোরম জায়গায় ৫৬ লাখ পাউন্ডে এক ম্যানশন কিনে সেখানে চলে যান গ্রিলিশ। হালান্ডও গ্রিলিশের পথ ধরেছেন। চেশায়ারেই গ্রিলিশের বাসা থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে ম্যানশন কিনেছেন। গ্রিলিশের দেয়া দামেই, অর্থাৎ ৫৬ লাখ পাউন্ড- যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৪১ লাখ টাকা!

কিছুদিন আগে হালান্ড সন্তানের মুখ দেখেছেন। বাড়ি কিনে এবার আরেকটি সুখবর দিয়েছেন এই তারকা। হালান্ডের ইংল্যান্ডে বাড়ি কেনা সিটির সমর্থকদের জন্য অবশ্যই আশাব্যঞ্জক খবর। গত নভেম্বর থেকেই গুঞ্জন চলছে, তাকে আরো পাঁচ বছরের জন্য ধরে রাখতে চায় সিটি। সেজন্য নতুন চুক্তির প্রক্রিয়া চলছে। বোনাস বাদে এই নতুন চুক্তির গোটা প্যাকেজের মূল্য হতে পারে ১০ কোটি পাউন্ড। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০২২ সালে সিটিতে যোগ দেন হালান্ড। ক্লাবটির হয়ে ১২৫ ম্যাচে ১১১ গোল করে ইতোমধ্যে ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হালান্ডের প্রথম মরসুমেই ‘ট্রেবল’ জিতেছে সিটি, গত মৌসুমে ধরে রাখে প্রিমিয়ার লিগের মুকুটও। প্রিমিয়ার লিগে আগের দুই মরসুমেই গোল্ডেন বুট জেতা হালান্ড এ মরসুমে লিগে ২০ ম্যাচে করেছেন ১৬ গোল। তার চেয়ে মাত্র ২ গোল বেশি নিয়ে শীর্ষে রয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।

আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

ad

আরও পড়ুন: