Haaland300Goals
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ক্রমটা ঠিক করে সাজানো হয়নি। কিলিয়ান এমবাপ্পের নামটাই আগে আসে। শিরোনামের তিনজনের মধ্যে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকাই ৩০০ গোলে দ্রুততম। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩০০ গোল করতে তার লেগেছে ৪০৯ ম্যাচ। আর মেসি-রোনালদোর? লিওনেল মেসির ৩০০ গোল করতে লেগেছিল ৪১৮ ম্যাচ, রোনালদোর ৫৫৪টি। অর্থাৎ প্রথম ৩০০-তে ম্যাচপ্রতি এমবাপ্পে ০.৭৩, মেসি ০.৭২ ও রোনালদো ০.৫৪টি করে গোল করেছেন। এই তিনজনকেই ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হল্যান্ড (Haaland300Goals)।
ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে গতকাল জুভেন্টাসের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এই ৫ গোলের মধ্যে একটি হল্যান্ডের। বদলি নেমে ৫২ মিনিটে জালের দেখা পান তিনি। যা তার ক্লাব ক্যারিয়ারে ২৫৮তম ও সিনিয়র ক্যারিয়ারে ৩০০তম গোল। ৩০০ গোল করতে এমবাপ্পের চেয়ে ৩৯ ম্যাচ কম লেগেছে হল্যান্ডের। অর্থাৎ ম্যাচপ্রতি ০.৮১ গোল করে।
ক্লাব ক্যারিয়ারে হল্যান্ড সিটির হয়ে ১৪৫ ম্যাচে ১২৩, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৯ ম্যাচে ৮৬, মল্ডের হয়ে ৫০ ম্যাচে ২০ ও রেল বুল সালসবুর্গের হয়ে ২৭ ম্যাচে ২৯ গোল করেছেন। জাতীয় দলের জার্সিতে ৪৩ ম্যাচে গোলসংখ্যা ৪২টি।
মাইলফলক ছোঁয়া হল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন পেপ গার্দিওলা। ‘অভিনন্দন জানানো ছাড়া আর কী বলব! ২৪ বছর বয়সেই ৩০০ গোল করে ফেলল। তার প্রতি আমি সন্তুষ্ট, দারুণ খুশি। গোলে এবং ম্যাচে তার অন্তর্ভুক্তি খুব খুব ভালো।’
হল্যান্ডের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি ছিল গ্রুপপর্বে সিটির শেষ ম্যাচ। গোলবন্যা বইয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিল তারা। রাউন্ড অব সিক্সটিনে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আল হিলালকে। ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১ জুলাই)।
বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ১৩ টি দেশ, চমক উজবেকিস্তান ও জর্ডন
খেলোয়াড় | ম্যাচ | ৩০০ গোলের গড় (গোল/ম্যাচ) |
---|---|---|
আরলিং হল্যান্ড | 370 | 0.81 |
এমবাপ্পে | 409 | 0.73 |
মেসি | 418 | 0.72 |
রোনালদো | 554 | 0.54 |
ম্যানচেস্টার সিটি: ১৪৫ ম্যাচে ১২৩ গোল
বরুশিয়া ডর্টমুন্ড: ৮৯ ম্যাচে ৮৬ গোল
রেড বুল সালসবুর্গ: ২৭ ম্যাচে ২৯ গোল
মল্ডে: ৫০ ম্যাচে ২০ গোল
নরওয়ে জাতীয় দল: ৪৩ ম্যাচে ৪২ গোল
এই সংখ্যাগুলো বলছে, তিনি শুধু ট্যালেন্টেড নন, অসাধারণ ধারাবাহিকতাও তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন—
“অভিনন্দন জানানো ছাড়া কিছু বলার নেই। ২৪ বছর বয়সেই ৩০০ গোল, ভাবা যায়! আমি গর্বিত, ওর প্রতিটি গোল এবং মাঠে উপস্থিতি দলের জন্য অমূল্য।”
গ্রুপ পর্বে এই বড় জয়ের ফলে সিটি উঠে গেছে শেষ ষোলোতে। তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল।
ম্যাচ তারিখ: ১ জুলাই, মঙ্গলবার
ভেন্যু: ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো
সময়: ভারতীয় সময় সকাল ৭টা
হল্যান্ড যদি এই গোলের গড় বজায় রাখতে পারেন, তাহলে ৩০ বছর বয়সের আগেই ৬০০ গোলের মাইলফলকে পৌঁছে যাওয়াও সম্ভব! পেলে, মেসি, রোনালদোর মতো কিংবদন্তিদের চেয়ে ছোট বয়সে রেকর্ড ভাঙা শুরু করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন :
হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম : পুরনো আঘাতই কি ফিরল নতুন করে?
ক্লাব বিশ্বকাপ ২০২৫: শেষ ষোলোয় কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে