৩০০ গোলে সবচেয়ে দ্রুত আরলিং হল্যান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-মেসি-রোনালদোকে

৩০০ গোল করতে রোনালদোর লেগেছিল ৫৫৪ ম্যাচ। মেসির ৪১৮, এমবাপ্পের ৪০৯। হল্যান্ড? মাত্র ৩৭০ ম্যাচ! ইতিহাসে এর চেয়ে দ্রুত আর কেউ পারেননি।