Breaking News

Highest-Paid Player

ইউরোপের খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন হালান্ড!

নতুন করে নরওয়েজীয় তারকার সঙ্গে ১০ বছরের চুক্তি আজ সেরে ফেললেন সিটি । যেখানে তার পারিশ্রমিকটাও ধরা হয়েছে নজরকাড়া।

Erling Haaland May Become Highest-Paid Player

haaland highest paid

ক্লাউড টিভি ডেক্স: পুরনো চুক্তি অনুযায়ী আরও বছর তিনেক আছে, ২০২৭ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেই থাকতেন আর্লিং হলান্ড। তবে ততদিন অপেক্ষার ধৈর্য ধরলো না ইংলিশ ক্লাবটির। নতুন করে নরওয়েজীয় তারকার সঙ্গে ১০ বছরের চুক্তি আজ সেরে ফেললেন সিটি । যেখানে তার পারিশ্রমিকটাও ধরা হয়েছে নজরকাড়া। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তিনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে হলান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিটি।

আগের চুক্তি অনুযায়ী সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পেতেন হলান্ড। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান বলছে, নতুন চুক্তিতে তার বেতন সপ্তাহে দাঁড়াতে পারে ৫ লাখ পাউন্ডে। যা ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।

২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন হলান্ড। তখন বাই-আউট ক্লজ রাখা হলেও নতুন চুক্তি থেকে সেটি সরিয়ে দেয়া হয়েছে। আগের দলবদলে হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল স্পেনের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই গুঞ্জন ছিল, ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন তিনি। নতুন চুক্তিতে সেই আলোচনার ইতি ঘটল।

ad

আরও পড়ুন: