Breaking News

HamidAhaddad EastBengal

আজ সন্ধ্যায় ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার! মরোক্কোর হামিদ আহাদাদের যোগদানের অপেক্ষা

গতবারের মতো ফরোয়ার্ড লাইনকে আরও শক্তিশালী করতে মরোক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদের-কে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। আজ সন্ধ্যায় তার কলকাতায় আসার কথা। MAS Fès ক্লাবের হয়ে খেলেছেন ১৭টি ম্যাচ, করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট।

HamidAhaddad EastBengal's New Striker Signing %%page%% %%sep%% %%sitename%%

HamidAhaddad EastBengal

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ : আগামী আইএসএল মরশুমের জন্য আগেভাগেই শক্তিশালী দল গঠনে নেমেছে লাল-হলুদ শিবির। গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্স ভুলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যেই এবার আক্রমণভাগে জোর দিতে মরোক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদের-কে দলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত (HamidAhaddad EastBengal) নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। আজ সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছানোর কথা এই বিদেশি তারকার।

পূর্বসূরি গ্রীক স্ট্রাইকার দিমিত্রিওস ডায়মান্তাকস-এর সঙ্গী হিসেবে এবার ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে মরোক্কোর এই তারকাকে।
তিনি আগের ক্লাব MAS Fès (ম্যাস ফেস)-এর হয়ে গত মরসুমে খেলেছেন ১৭টি ম্যাচ, করেছেন ৩টি গোল এবং ৩টি অ্যাসিস্ট

তাঁর খেলার ধরন সরাসরি, দ্রুতগতিসম্পন্ন এবং রক্ষণভাগে চাপ সৃষ্টি করা—যা ইস্টবেঙ্গলের বর্তমান কৌশলের সঙ্গে মানানসই বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ডার্বির রং লাল-হলুদ, নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়

ডুরান্ড কাপ ঘিরে ইস্টবেঙ্গলের কোমর বেঁধে নামা: ১২ জুলাই থেকে শুরু প্রস্তুতি, টার্গেট ২৩ জুলাই

গত মরশুমে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ বারবার প্রশ্নের মুখে পড়েছিল। বারবার সুযোগ তৈরি করেও গোলের সামনে ব্যর্থতা ছিল প্রধান সমস্যা। সেই জায়গা থেকেই একজন কার্যকর এবং অভিজ্ঞ স্ট্রাইকারের প্রয়োজন অনুভব করছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত।

আহাদাদেরের আগমনে দল আরও গতিশীল এবং বহুমুখী আক্রমণে অভ্যস্ত হবে বলে মনে করা হচ্ছে।


আহাদাদেরের পরিসংখ্যান এক নজরে

মৌসুম ক্লাব ম্যাচ গোল অ্যাসিস্ট
২০২৪-২৫ MAS Fès ১৭
পূর্বতন Raja CA, Zamalek SC খেলেছেন আফ্রিকার বেশ কয়েকটি বড় ক্লাবে, অভিজ্ঞতা রয়েছে CAF চ্যাম্পিয়নস লিগেও

️ কোচ ও সমর্থকদের প্রত্যাশা

ইস্টবেঙ্গল শিবিরে ভরসার বার্তা ছড়িয়ে পড়েছে। ক্লাব সূত্রে খবর,

“আহাদাদেরের অভিজ্ঞতা ও গতিময়তা দলে নতুন ছন্দ আনবে। আমরা আশা করছি তিনি দ্রুত মানিয়ে নেবেন।”

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমর্থক মহলে উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই আহাদাদেরকে স্বাগত জানিয়ে লিখেছেন—
“Finally, a proper striker with African muscle and Moroccan flair!”

আজ সন্ধ্যায় কলকাতায় পৌঁছনোর পরেই তার মেডিক্যাল চেকআপ ও ক্লাব সাইনিং ফর্মালিটি সম্পন্ন হবে। আগামী সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলন শুরু করার সম্ভাবনা রয়েছে। যদি সব ঠিকঠাক চলে, তাহলে তিনি দুরন্ত মোহনবাগান ম্যাচে প্রথমবার মাঠে নামতে পারেন

আরও পড়ুন :

American Airlines Flight 3023-এ আগুন ও আতঙ্ক: কীভাবে রক্ষা পেল ১৭৯ জন যাত্রী?

Old Monk: যে মানুষটি নিজে কখনো মদ খাননি, তিনিই বানিয়েছিলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় রাম!

ad

আরও পড়ুন: