আজ সন্ধ্যায় ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার! মরোক্কোর হামিদ আহাদাদের যোগদানের অপেক্ষা

গতবারের মতো ফরোয়ার্ড লাইনকে আরও শক্তিশালী করতে মরোক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদের-কে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। আজ সন্ধ্যায় তার কলকাতায় আসার কথা। MAS Fès ক্লাবের হয়ে খেলেছেন ১৭টি ম্যাচ, করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট।