Breaking News

european league

ইউরোপের পাঁচটি শীর্ষ লীগে পাল্লা দিয়ে চলছে গোল করার লড়াই

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল করার প্রতিযোগিতা চলছে। যেখানে অভিজ্ঞদের পাশাপাশি তরুণেরাও থাকছেন স্পটলাইটে।

highest goal getter of top five european league

european league

শান্তিপ্রিয় রায়চৌধুরী : ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (european league) গোল করার প্রতিযোগিতা চলছে। যেখানে অভিজ্ঞদের পাশাপাশি তরুণেরাও থাকছেন স্পটলাইটে। শীর্ষ পাঁচ লিগে মরসুমের মাঝপথেই জমে উঠেছে গোলের লড়াই।

জনপ্রিয় প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সেরা গোলদাতার আসনে লিভারপুলের মোহামেদ সালাহ। এই অভিজ্ঞ রাইট উইঙ্গারের গোল রয়েছে ১৮টি। দুইয়ে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। তাঁর গোল ১৬টি। আর তিনে আছেন চেলসিতে খেলা পালমার। হালান্ডের চেয়ে ৩ গোল কম রয়েছে তার। প্রিমিয়ার লিগে ‘বুড়ো’ সালাহকে তাড়িয়ে বেড়াচ্ছেন হালান্ড-পালমারদের মতো তরুণেরা।

বাকি চার লিগের চিত্রটাও অনেকটা এমন। লা লিগায় এখন পর্যন্ত গোল করার ক্ষেত্রে এগিয়ে বার্সার রবার্ট লেভানডফস্কি। ৩৬ বছর বয়সী এই পোলিশ সেন্টার ফরোয়ার্ড চলমান মরসুমে এখন পর্যন্ত করেছেন ১৬ গোল। যেখানে একই দলে তারই সঙ্গে খেলা ফুটবলার রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান করেছেন ১১ গোল। তিনে আছেন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই ফরাসি সেন্টার ফরোয়ার্ড ১০টি গোল করেছেন। এই দৌড়ে পাঁচে আছেন আরেক তরুণ ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের লিগে গোল আছে ৮টি।

প্রিমিয়ার লিগ আর লা লিগায় গোল করার দিক থেকে দুই ‘বুড়ো’ সালাহ আর লেভার চলছে দাপট। লিগ ওয়ানে তার ব্যতিক্রম। যেখানে সেরা গোলদাতা ২৪ বছর বয়সী জনাথন ডেভিড। লিলেতে খেলা এই তরুণের গোলসংখ্যা ১১। এখানে দুইয়ে আছেন আরেক তরুণ ম্যাসন গ্রিনউড। মার্শেইয়ের উইঙ্গার এরই মধ্যে করে ফেলেছেন ১০ গোল। এছাড়া তালিকায় আছেন পিএসজির উসমান দেম্বেলেও।

বুন্দেসলিগায়ও চলছে অভিজ্ঞ আর তারুণ্যের টক্কর। যেখানে ১৪ গোল করে সেরা গোলদাতার তালিকায় শীর্ষ স্থানে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। তাঁকে ছুঁতে এগিয়ে চলেছেন দুই তরুণ ওমর আর জনাথন। তাঁদের মধ্যে ফ্রাঙ্কফ্রুটে খেলা ওমরের গোলসংখ্যা ১৩। আর মেইনজে খেলা জনাথনের রয়েছে ১০ গোল।

ইতালিয়ান লিগেও গোল করার প্রতিযোগিতা চলছে অভিজ্ঞ আর তরুণদের
মধ্যে। এই দৌড়ে সবার ওপরে আছেন ইন্টারের সেন্টার ফরোয়ার্ড থুরাম। তাঁর গোল ১২টি। আর সমান গোল নিয়ে ছুটে চলেছেন আতালান্তায় খেলা মাতেও।

Fifa Ranking : র‍্যাঙ্কিংয়ের শীর্ষ-এ থেকে বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

East Bengal vs Punjab FC : পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গলের চার গোল

ad

আরও পড়ুন: