TeamIndiaCaptaincy
শান্তিপ্রিয় রায়চৌধুরী | ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেট ইতিহাসে এমন সময় বিরল, যখন দেশের সাদা পোশাকের দল একাধারে অধিনায়ক এবং সহ-অধিনায়কহীন (TeamIndiaCaptaincy)। রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর, হার্দিক পান্ডিয়ার অনাগ্রহ, আর চোট-আঘাতজর্জর বুমরাহকে ঘিরে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন টেস্ট অধিনায়কের খোঁজে যেন দিশেহারা।
ক্রিকেট মহলে তিনটি নাম ঘুরে ফিরে আলোচনায়—শুভমন গিল, শ্রেয়াস আয়ার ও জাসপ্রিত বুমরাহ। যদিও এদের মধ্যে বুমরাহকে অধিনায়ক হিসেবে দেখতে নারাজ ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি—রবি শাস্ত্রী ও সুনীল গাভাস্কার।
প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, বুমরাহকে অধিনায়ক করা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। কারণ, “ওর শরীর এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। কখন যে আবার ইনজুরি হবে, বলা যায় না। একজন ফাস্ট বোলারের কাঁধে অতিরিক্ত দায়িত্ব চাপালে আমরা মূল বোলারকেই হারিয়ে ফেলতে পারি।”
শাস্ত্রী বরং বলছেন, একজন টপ-অর্ডার ব্যাটসম্যান, যে আগামী ৫-৭ বছর জাতীয় দলে স্থায়ী হতে পারে, তাকেই দায়িত্ব দেওয়া হোক। তার স্পষ্ট বক্তব্য—“শুভমন গিলের হাতে টেস্ট অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হোক।”
গাভাস্কারও একমত শাস্ত্রীর সঙ্গে। তিনি বলেন, “নতুন নেতৃত্ব পেতে সময় লাগে। যেমন সময় লেগেছিল ধোনি, কোহলি বা রোহিতকে গড়ে তুলতে। এখনই শুভমন, শ্রেয়াস এবং পান্ত—এই তিনের মধ্যে একজনকে সুযোগ দেওয়া দরকার। শুভমন একটু এগিয়ে রয়েছে কারণ ও ধারাবাহিকভাবে তিন ফরম্যাটে খেলছে।”
থামলেন রোহিত শর্মা , ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন
ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন মুখ ঘোষণার চাপ বাড়ছে বোর্ডের ওপর। কারণ, ওই সফরেই প্রথমবার সম্পূর্ণ নতুন নেতৃত্বে খেলতে নামবে ভারত। শোনা যাচ্ছে, বুমরাহ হয়তো শুধু অধিনায়কত্বই হারাবেন না, বরং সহ-অধিনায়ক হিসেবেও আর দায়িত্বে থাকবেন না।
বিসিসিআই এই মুহূর্তে অধিনায়ক নির্বাচনের ব্যাপারে গভীর আলোচনা করছে। তবে বোর্ড চাইছে, এমন কাউকে নেতৃত্বে আনা হোক যিনি আগামী দিনে ভারতের ক্রিকেটকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবেন।
এই মুহূর্তে প্রশ্ন উঠছে আরও একটি বিষয়ে—কে হতে পারে ভারতের দীর্ঘমেয়াদি সাদা বল ও লাল বলের নেতা? টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়া থাকলেও, ওয়ানডে ও টেস্টে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা সহজ নয়। শুভমন, শ্রেয়াস ও ঋষভ পান্ত—তিনজনই তরুণ, প্রতিভাবান, কিন্তু নেতৃত্বের পরীক্ষায় এখনও অনভিজ্ঞ।
তবে শুভমন গিলের মধ্যে ভবিষ্যতের কোহলি বা রোহিতের ছায়া দেখছেন অনেকেই। টেকনিক, ঠাণ্ডা মাথা ও মাঠে দৃঢ়তা—এই সব কিছুই গিলের পক্ষে যাচ্ছে।
আরও পড়ুন :
নতুন নিয়মে আইপিএলের দলগুলো হারাতে পারে কোটি কোটি টাকা! বিদেশি খেলোয়াড় সংকটে ফ্র্যাঞ্চাইজিগুলো চাপে
১৫ দিনে ৯ লক্ষ ভক্ত, প্রণামী উপচে পড়ছে দিঘার জগন্নাথ মন্দিরে – তৈরি হচ্ছে আরও ১০টি প্রণামী বাক্স