BCCI 10 Rule
ক্লাউড টিভি ডেক্স : অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় জন্য মহা বিপদে পড়ে গেছেন রোহিত কোহলিরা । এই দুই সিরিজ হারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখতে পাচ্ছেন দলের শৃঙ্খলা এবং একতা বলে কিছু নেই l আর তা ঠিক রাখতে কঠোর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর জন্য বিসিসিআই ক্রিকেটারদের বিরুদ্ধে ১০টি কঠোর নির্দেশনা জারি করেছে। বলা হয়েছে এসব নির্দেশনা অমান্য করলে ক্রিকেটাররা শাস্তি পাবেনl সেই শাস্তি হবে বেতন-ভাতা কর্তন থেকে শুরু করে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলতে না দেওয়ার মতো শাস্তিl
বিসিসিআইয়ের ১০টি নির্দেশনা:
ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক:
জাতীয় দল এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে প্রতিটি ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এটি বাধ্যতামূলক। তবে তা পরিবর্তন করা হতে পারে নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে l তবে তার জন্য বিশেষ কারণ দেখাতে হবে l
টিম বাসে যাতায়াত বাধ্যতামূলক:
টিম হোটেল থেকে টিম বাসে করেই অনুশীলন বা ম্যাচ ভেন্যুতে যাতায়াত করতে হবে। হোটেল থেকে মাঠে বা মাঠ থেকে হোটেলে পরিবার নিয়ে আলাদাভাবে নিজস্ব ব্যবস্থাপনায় যাওয়া যাবে না।
বেশি ওজন বহন করা যাবে না:
দলের সঙ্গে সফরের সময় অতিরিক্ত ব্যাগেজ বহন করা যাবে না। ৩০ দিনের বেশি লম্বা সফরের ক্ষেত্রে একজন খেলোয়াড় ৩টি স্যুটকেস ও ২টি কিট ব্যাগ অথবা সর্বোচ্চ ১৫০ কেজি ওজনের ব্যাগেজ নিতে পারবেন। আর সফর ৩০ দিনের কম হলে ব্যাগেজ নেওয়া যাবে ৪টি, ওজন ১২০ কেজির মধ্যে। এর বেশি ওজন হলে তার খরচ দিতে হবে সেই খেলোয়াড়কে।
পরিবার নিয়ে বিদেশ সফরে নিয়ন্ত্রণ:
৪৫ দিনের বেশি বিদেশ সফর হলে সঙ্গী ও সন্তানদের নেওয়া যাবে। তবে প্রতি সিরিজে একবারই নেওয়া যাবে, অবস্থান করতে পারবে সর্বোচ্চ দুই সপ্তাহ। এ ক্ষেত্রে খেলোয়াড় ও তার পরিবারের আবাসনের খরচ বিসিসিআই বহন করবে। অন্যান্য খরচ সংশ্লিষ্ট খেলোয়াড়ের। বোর্ডের অনুমতি নিয়ে পরিবারের সদস্যদের আনার ব্যবস্থা করতে হবে।
ব্যক্তিগত সহায়িকার বিষয়ে বাধ্যবাধকতা:
ব্যক্তিগত ম্যানেজার, রাঁধুনি, সহকারী, নিরাপত্তা কর্মকর্তা নিয়ে সফরে যেতে হলে বিসিসিআই থেকে পূর্বানুমতি নিতে হবে।
সফরের সমাপ্তির নিয়ম:
কোনো ম্যাচ যদি নির্ধারিত সময়ের আগেও শেষ হয়েও যায়, সিরিজ বা ট্যুর শেষ হওয়া পর্যন্ত খেলোয়াড়দের দলের সঙ্গে অবস্থান করতে হবে। আগেই চলে যাওয়া যাবে না।
সেন্টার অব এক্সলেন্সে ব্যাগ পাঠানো:
টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সলেন্সে ক্রীড়াসামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র পাঠাতে হবে। আলাদাভাবে পাঠাতে চাইলে সেই খরচ ক্রিকেটারকে বহন করতে হবে।
অনুশীলনে উপস্থিতি: প্রত্যেক খেলোয়াড়কে অনুশীলন সেশনের পুরোটা সময় থাকতে হবে। নিজের অনুশীলন শেষ হয়ে গেলে আগে থেকে চলে যাওয়া যাবে না।
বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা:
সিরিজ বা ট্যুর চলাকালে কোনো খেলোয়াড় বিজ্ঞাপন বা বাণিজ্যিক কার্যক্রমে যোগ দিতে পারবেন না।
বিসিসিআইয়ের অনুষ্ঠানে : বিসিসিআইয়ের অফিশিয়াল শুটিং, প্রচারণামূলক কার্যক্রমে প্রত্যেক খেলোয়াড়কে অংশ নিতে হবে।