IndianCricket Retirement2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই মহাতারকা ক্রিকেটার ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিছু দিন আগে। আর এই বছরে আরও পাঁচজন অভিজ্ঞ ক্রিকেটার তাদের কেরিয়ারের শেষপ্রান্তে পৌঁছাচ্ছেন এবং তারা ও অবসর ঘোষণা করবেন (IndianCricket Retirement2025) এমনটাই শোনা যাচ্ছে। এরা হলেন-
চেতশ্বর পুজারা:
ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ ছিলেন চেতশ্বর পুজারা। কঠিন পরিস্থিতিতে দলের হয়ে দায়িত্ব নিয়ে খেলা, এবং বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্য তাঁকে ‘নতুন যুগের দ্রাবিড়’ বলা হত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ফর্মের ঘাটতি ও ধীর গতির ব্যাটিংয়ের কারণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন পুজারা। ২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে দলে জায়গা হয়নি তাঁর। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও জাতীয় দলে ফিরতে না পারায় অনেকেই মনে করছেন ২০২৫ সালেই হয়তো তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন।
অজিঙ্ক রাহানে:
এক সময় ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে। বিদেশের মাটিতে তাঁর কিছু ইনিংস স্মরণীয় হয়ে রয়েছে। বিশেষ করে ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে তার সহ নেতৃত্বেই ভারত ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফর্ম হারানো ও ধারাবাহিকতা না থাকায় তিনি দলের বাইরে চলে গেছেন। ২০২৩ সালের পর থেকে টেস্ট দলেও সুযোগ পাননি। তাই অনুমান করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।
রবীন্দ্র জাদেজা:
ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৩৬ বছর বয়স পার করে গিয়েছেন। তাঁর ফিটনেস ও পারফরম্যান্স সবসময়ই নজর কাড়লেও, সম্প্রতি দেখা যাচ্ছে তিনি নিয়মিত ভাবে একাদশে জায়গা পাচ্ছেন না। অশ্বিনের মতই তিনিও সম্ভবত ধীরে ধীরে সরে যেতে চাইছেন টেস্ট ফরম্যাট থেকে। নির্বাচকরা ইতিমধ্যেই তরুণ স্পিন অলরাউন্ডারদের দিকে নজর দিচ্ছেন। ফলে ২০২৫ সালে জাড্ডু যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইশান্ত শর্মা:
একসময় ভারতের পেস বোলিং এ প্রধান অস্ত্র ছিলেন। ইশান্ত শর্মা এখন অনেকটাই বিস্মৃতপ্রায় নাম। ১০০ টেস্ট খেলা এই দীর্ঘদেহী পেসার দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন। তাঁর অভিজ্ঞতা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে বয়স ও ফর্ম তাঁকে আর ফিরতে দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে। ২০২৫ সালের আইপিএল সম্ভবত হবে তার শেষ বড় মঞ্চ। তারপরেই তিনি সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
ভুবনেশ্বর কুমার:
ভুবনেশ্বর কুমারের সুইং বোলিং এক সময় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলত। কিন্তু চোট এবং ধারাবাহিকতা হারানোর কারণে তিনি দলে জায়গা ধরে রাখতে পারেননি। টি-২০ ক্রিকেটেও এখন আর তাঁকে দেখা যায় না। অনেকেই ধারণা করছেন, তিনি চলতি বছরের আইপিএল খেলার পর ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারে।
আরও পড়ুন :
IPL 2025: প্লে অফ নিশ্চিত তিন দল, চতুর্থ হওয়ার দৌড়ে কে এগিয়ে?
যুক্তরাষ্ট্র থেকে ফেরত গেল ১৫ টি আমের চালান, ভারতের আম রপ্তানিতে বড় ধাক্কা