Indian Test Cricket Future
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা ও বিরাট কোহলি IPL চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে অবসর নিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই তিন সিনিয়র তারকার অনুপস্থিতিতে ভারতের টেস্ট দলে অভিজ্ঞতার (Indian Test Cricket Future) ঘাটতি চোখে পড়ছে।
শুভমান গিল নেতৃত্ব দিচ্ছেন একঝাঁক তরুণকে নিয়ে গড়া এই ভারতীয় দলকে। যাঁদের মধ্যে সাই সুদর্শন ও আর্শদীপ সিংয়ের এখনও টেস্ট অভিষেকই হয়নি। অনেকেই খেলেছেন পাঁচটির কম ম্যাচ। করুণ নায়ার প্রায় আট বছর পর ফিরেছেন টেস্ট দলে।
রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শুবমান গিলের উত্থান: ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা
তার সিনেমা দেখানো হবে কান উৎসবে, কিন্তু তিনিই এক মাস আগে হারিয়ে গেলেন গাজায় ইসরায়েলি হামলায়!
তবু এই ‘অভিজ্ঞতাহীন’ ভারতীয় দলকেই গুরুত্ব দিয়ে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
স্টোকস বলেন,
“অনেকে বলছেন, রোহিত, কোহলি, অশ্বিন না থাকায় সিরিজটা সহজ হবে। কিন্তু ভারতের পাইপলাইন কতটা মজবুত, সেটা সবাই জানে। তারা না খেললেও ভারতের বিপক্ষে খেলাটা কোনওভাবেই সহজ হবে না।”
৭ মৌসুম IPL খেলা স্টোকস ভারতের বর্তমান খেলোয়াড়দের অনেকের সঙ্গে একই দলে খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নতুনদের সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাসী।
তিনি বলেন,
“আমি আইপিএলে অনেক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সময় কাটিয়েছি। তাদের প্রতিভা ও মানসিকতা খুব ভালো। ওরা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে।”
কাপ্তান শুভমান গিল: টেস্টে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন
নতুন মুখ: সাই সুদর্শন, আর্শদীপ, রাজ বাওয়া
অভিজ্ঞরা: কেবল কিছু প্লেয়ারই ৫০+ টেস্ট ম্যাচ খেলেছেন
ফিরেছেন: করুণ নায়ার প্রায় ৮ বছর পর
ইংল্যান্ড কন্ডিশন: স্যুইং ও বাউন্স—তরুণদের বড় চ্যালেঞ্জ
এই সিরিজ শুধুই ব্যাট-বলের লড়াই নয়, বরং ভারতের পরবর্তী প্রজন্মের টেস্ট সামর্থ্যের এক পরীক্ষাও। অভিজ্ঞতার অভাব থাকলেও মেধা ও ট্যালেন্টের ঘাটতি নেই বলেই মনে করছেন স্টোকস। আর এই মনোভাবই প্রমাণ করে, ভারতীয় ক্রিকেট এখনো বিশ্বমানের একটা অবকাঠামো গড়ে তুলেছে।
আরও পড়ুন :
ভারত-ইংল্যান্ড সিরিজ: জয়ী অধিনায়ককে ‘পতৌদি পদক’ দেবে ইসিবি
ব্যাজ্জিওর ‘ঐতিহাসিক ১০ নম্বর’ জার্সি পেয়ে আপ্লুত মেসি, বললেন “এটা জীবনের অমূল্য স্মৃতি”