IndiaVsPakistan AsiaCup2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তপ্ত আবহে নতুন করে আবার আলোচনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেট (IndiaVsPakistan AsiaCup2025) লড়াই। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার পর অনেকেই ভাবছিলেন, হয়তো এবার আর মাঠে মুখোমুখি হবে না দুই দল। তবে ক্রিকেটের সূত্রে ফের নতুন আশার আলো দেখা যাচ্ছে।
ক্রিকবাজ-এর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এশিয়া কাপ মাঠে গড়ানোর সম্ভাবনা জোরালো। সেখানে ভারত-পাকিস্তানের ম্যাচও অনুষ্ঠিত হতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ‘যুদ্ধবিরতির’ পরে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হওয়ায় সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও সীমান্ত উত্তেজনা ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল। কূটনৈতিক মহলে শঙ্কা ছিল, এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোনও রকম দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজন তো দূর, মাল্টিন্যাশনাল টুর্নামেন্টেও মুখোমুখি হওয়া কঠিন হবে।
তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি বিশেষ সভা ডাকার কথা রয়েছে। সেখানে ছয় দলের এশিয়া কাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
ক্রিকবাজ জানাচ্ছে,
টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ শুরু হতে পারে ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
এবারের আসরে খেলবে:
ভারত
পাকিস্তান
বাংলাদেশ
শ্রীলঙ্কা
আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাত
প্রাথমিকভাবে ওমান ও হংকং অংশ নেওয়ার কথা থাকলেও, সর্বশেষ খবর অনুযায়ী, তাদেরকে হয়তো বাদ দেওয়া হবে।
অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে
ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও
মূল আয়োজক হিসাবে ভারতের নাম থাকলেও, রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এবারও হয়তো হাইব্রিড মডেলে (একাধিক দেশে) টুর্নামেন্ট (IndiaVsPakistan AsiaCup2025) আয়োজন হবে।
যেমন ২০২৩ সালের মতো এবারও ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজন হতে পারে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে Sony Sports Network-এর করা অনানুষ্ঠানিক সমঝোতা অনুযায়ী,
প্রতিটি আসরে কমপক্ষে দুটি ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত করার চুক্তি হয়েছে।
যদি দুই দল ফাইনালে ওঠে, তাহলে তিনবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সমঝোতার কারণেই ম্যাচ আয়োজনের চেষ্টায় তৎপর সংশ্লিষ্ট বোর্ড ও এসিসি।
আরও পড়ুন :
ব্র্যাডম্যান-লারাদের ক্লাবে ঢোকার মুখে ঋষভ পান্ত! লিডসে জোড়া সেঞ্চুরির পর নজরে ইতিহাস
বিশ্বকাপে নেইমারকে চাই না ৪১% ব্রাজিলিয়ান! জাতীয় দলে জায়গা নিয়ে তীব্র বিতর্ক