Breaking News

INDvsENG TestCricketAnalysis

দুই বড় ভুলেই ম্যাচ হাতছাড়া, স্বীকার করলেন গিল” – ইংল্যান্ডের কাছে হারের পর হতাশা ও আত্মসমালোচনায় ভারত অধিনায়ক

হেডিংলেতে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের পর দুইটি বড় ভুল খোলাখুলি মেনে নিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। একটি ফিল্ডিং, অন্যটি ব্যাটিং—এই দুই জায়গার ব্যর্থতাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি

INDvsENG TestCricketAnalysis: Key Match Insights %%page%% %%sep%% %%sitename%%

INDvsENG TestCricketAnalysis

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : হেডিংলেতে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের পর স্পষ্টভাবে দুইটি কারণ চিহ্নিত করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। একটা ফিল্ডিংয়ে, আরেকটা ব্যাটিংয়ে। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে একদিকে যেমন আক্ষেপ (INDvsENG TestCricketAnalysis) ছিল, অন্যদিকে ছিল ভবিষ্যতের জন্য শেখার বার্তাও।

‘সুযোগ বার বার আসে না। আর যখন আসে, সেটা নিতে হয়’—এই কথায় যেন গোটা ম্যাচের সারাংশ টেনে আনলেন ভারতের তরুণ অধিনায়ক। ম্যাচজুড়ে ভারতের ফিল্ডাররা ফেলেছেন ৭টি ক্যাচ। এর মধ্যে যশস্বী জয়সওয়াল একাই ফসকেছেন চারটি, রিশাভ পান্ত দুটো এবং রবীন্দ্র জাদেজা একটি। সবচেয়ে বড় যে ভুল, তা ছিল বেন ডাকেটকে দুবার জীবন দেওয়া। ফলাফল—১৭০ বলে ১৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার।

শুভমান বলেন, ‘এমন উইকেটে সুযোগ বারবার আসে না। আমাদের সেটা কাজে লাগাতে হতো। আমরা ঠিক জায়গায় বল করেছি, কিন্তু ক্যাচ ফেললে প্রতিপক্ষ তো সেটার ফায়দা নেবেই। ডাকেট সেটা করেছে।’

‘বুমরাহ কোহিনূর হীরার মতোই মূল্যবান’— প্রশংসার বন্যায় ভারতীয় পেস তারকা

ভারত-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট সিরিজের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব: ঘোষণা হল সময়সূচী

প্রথম ইনিংসে ভারতের শেষ সাত উইকেট পড়ে মাত্র ৪১ রানে। দ্বিতীয় ইনিংসে শেষ ছয়টি যায় ৩১ রানে। অথচ পরিকল্পনা ছিল ৪৩০–৪৩৫ রানের লক্ষ্য দেওয়ার। ‘আমরা ভেবেছিলাম ৪৩০ রানে ডিক্লেয়ার করব। কিন্তু শেষ দিকে কেউ দাঁড়াতে পারেনি। এটা হতাশাজনক,’ বলেছেন গিল।

শেষ দিনে পিচের রাফ থেকে কার্যকারিতা আদায়ের চেষ্টা করেছিলেন জাদেজা। ২৪ ওভারে ১০৪ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন। তবুও জাদেজার পারফরম্যান্সে সন্তুষ্ট গিল, ‘সে ভালো বল করেছে। কিছু সুযোগও তৈরি করেছে। কয়েকটা পপ-আপ ছিল, যেগুলো পন্থ দেখেনি—এমনটা তো ক্রিকেটে হয়েই থাকে।’

এই দলটিতে অনেক তরুণ ক্রিকেটার, যারা এখনও শেখার পথে। তাই তাদের প্রতি আস্থা রাখতে চান অধিনায়ক।

‘এটা নতুন দল। অনেক কিছু শেখার আছে। আমরা ভুলগুলো শুধরে সামনে এগোতে চাই,’ বলেছেন গিল।

জানা গিয়েছিল, জসপ্রিত বুমরাহ পাঁচটি টেস্ট খেলবেন না। তবে তিনটি খেলবেন—ঠিক কোন তিনটি, তা এখনও নির্ধারিত হয়নি। ফলে বোলিং বিভাগেও থাকতে পারে ঘূর্ণায়মান পরিকল্পনা।

আরও পড়ুন :

মেসির যে ৫ রেকর্ড ‘হয়তো’ ভাঙতে পারবেন না এমবাপে-ইয়ামালরাও

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিত থাকবেন তো? তরুণদের দাপটে ফিকে হচ্ছে দুই কিংবদন্তির সম্ভাবনা

ad

আরও পড়ুন: