Breaking News

Jaggu Dada Mumbai Indians

IPL 2025 : রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা!

পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি অভিনব সিদ্ধান্ত নিয়ে এই বলিউড অভিনেতাকে ‘স্পিরিট কোচ’ হিসেবে নিয়োগ করল

Jaggu Dada Mumbai Indians: New Spirit Coach %%page%% %%sep%% %%sitename%%

Jaggu Dada Mumbai Indians

ক্লাউড টিভি ডেস্ক : গত দুই বছরে আইপিএলে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি মুম্বাই। তাই এবার যাতে ভালো ফল করতে পারে মুম্বাই তার জন্য শুরুর আগেই বিশেষ উদ্যোগ নিল কর্তৃপক্ষ। আইপিএল শুরুর ঠিক আগে কর্তৃপক্ষ নতুন চমক দিয়ে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, তিলক ভার্মাদের জন্য বিশেষ কোচ হিসেবে নিয়ে এল অভিনেতা জ্যাকি শ্রফকে (Jaggu Dada Mumbai Indians)।

পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি অভিনব সিদ্ধান্ত নিয়ে এই বলিউড অভিনেতাকে ‘স্পিরিট কোচ’ হিসেবে নিয়োগ করল। আইপিএলে ক্রিকেটারদের মনোবল চাঙা রাখতে এই বিশেষ কোচ নিয়োগ দিল মুম্বাই।
তবে এই দায়িত্ব কোনো মেন্টাল কন্ডিশনিং কোচের হাতে দেওয়া হয়নি, বরং জ্যাকিকেই বেছে নেওয়া হয়েছে (Jaggu Dada Mumbai Indians)। তিনি কাজ করবেন দলের ‘স্পিরিট কোচ’ হিসেবে।

জ্যাকি ক্রিকেটারদের অনুপ্রাণিত করার কাজ করবেন। হার্দিক ও রোহিতদের সবসময় মানসিকভাবে সতেজ ও সাহসী রাখার চেষ্টা করবেন তিনি। প্রতিযোগিতা শুরু হওয়ার পরই বোঝা যাবে, নতুন ভূমিকায় জ্যাকি কতটা সফল (Jaggu Dada Mumbai Indians)।

আইপিএলের কিছু টিকিটের দাম লাখ পেরিয়ে গেছে!

IPL 2025 Trophy : আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি এবং এর দাম কত জানেন? জানলে চমকে যাবেন

আর দেশের শীর্ষস্থানীয় অভিজ্ঞ ক্রিকেটারদের তিনি কীভাবে মানসিকভাবে দৃঢ় রাখেন, তা নিয়েও দারুন আগ্রহ থাকবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার মুম্বাই কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে, জ্যাকিকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।

আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। ২৩ মার্চ মাঠে নামবে মুম্বাই। হার্দিকদের প্রথম প্রতিপক্ষ চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: