Breaking News

IPL 2025 New Rules

IPL 2025 New Rules – আইপিএল নতুন নিয়মে

এবারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গল্পটা বদলে দিয়েছে আইপিএল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই বেশ কিছু নতুন নিয়ম (IPL 2025 New Rules) চালু করেছে

IPL 2025 New Rules You Need to Know %%page%% %%sep%% %%sitename%%

IPL 2025 New Rules

ক্লাউড টিভি ডেস্ক : এবারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গল্পটা বদলে দিয়েছে আইপিএল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই বেশ কিছু নতুন নিয়ম (IPL 2025 New Rules) চালু করেছে। এসব বিধিনিষেধ মানতে হবে সব ক্রিকেটার ও স্টাফদের। না মানলে শাস্তির মুখোমুখি হতে হবে।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের নতুন নিয়ম (IPL 2025 New Rules) কী কী?

**প্রতিটি দলের জন্য অনুশীলনের সময় মাঠের মাঝে দুটি নেট থাকবে। পাশাপাশি, সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে, যেখানে শুধুমাত্র বড় শটের অনুশীলন করা যাবে।
**মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো মাঠে দুটি দল একসঙ্গে অনুশীলন করলে প্রতিটি দলকে দুটি করে নেট দেওয়া হবে, তিনটি নয়।
**কোনো অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না।
**একটি দল অনুশীলন শেষ করলেও অন্য দল তাদের ব্যবহৃত নেটে অনুশীলন করতে পারবে না।
**ম্যাচের দিন মাঝের উইকেটে কোনো ফিটনেস পরীক্ষা করা যাবে না।
**শুধুমাত্র বোর্ডের দেওয়া পরিচয়পত্রধারীরাই অনুশীলনের সময় ড্রেসিংরুম ও মাঠে প্রবেশ করতে পারবেন।

IPL controversy : ভদ্রলোকের খেলায় বিতর্কিত যত ঘটনা

আইপিএল জমজমাট বাণিজ্যের খেলা, গান্ধীজিও হার মেনে ছিলেন

যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম (IPL 2025 New Rules):

**অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসেই যেতে হবে।
**দল চাইলে দুটি বাস ব্যবহার করতে পারে।
**কোনো দল যদি অতিরিক্ত থ্রো-ডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায়, তাহলে তাদের তালিকা আগে থেকে বোর্ডে জমা দিতে হবে।
**ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র আনতে ভুল করলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার জরিমানা করা হবে।

কমলা ও বেগুনি টুপির নিয়ম:
**কমলা (অরেঞ্জ) ও বেগুনি (পার্পল) টুপির প্রাপকদের সেই টুপি পরেই খেলতে হবে।

**ম্যাচে যদি কোনো ক্রিকেটার পুরো সময় টুপি পরতে না চান, তাহলে অন্তত প্রথম দুই ওভারে কমলা বা গোলাপি টুপি পরতে হবে।
**প্রথম দুই ওভারের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেল তাদের দেখাবে।

জার্সি ও সাপোর্ট স্টাফের নিয়ম (IPL 2025 New Rules):
**পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাতকাটা জার্সি পরা যাবে না।

**কোনো ক্রিকেটার হাতকাটা জার্সি পরলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার আর্থিক জরিমানা করা হবে।
**ম্যাচ চলাকালীন কোনো দলে ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না।
**১২ জনের মধ্যে একজন চিকিৎসক রাখা যেতে পারে।
**যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান, তাহলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে বোর্ডকে জানাতে হবে।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: