IPL 2025 Resumes
১২ মে ২০২৫ (ক্লাউড টিভি): দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ফের আইপিএল মাঠে গড়ানোর (IPL 2025 Resumes) তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। এর জন্য বাকি কয়েকটি ম্যাচের জন্য তিনটি নতুন সূচি প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। এরমধ্যে থেকে যেকোনো একটি বেছে নেওয়া হবে।
নতুন সূচির একটি অনুযায়ী হোম-অ্যাওয়ে ভিত্তিতে সবগুলো ভেন্যুতে খেলার পরিকল্পনা, বাদ যাবে কেবল পাকিস্তান সীমান্ত থেকে ১৪০ কিলোমিটার দূরের ধর্মশালা ভেন্যু। অন্য দুই সূচি অনুযায়ী, বাকি ১৬টি ম্যাচ গড়াবে দেশটির দক্ষিণাংশের হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মতো ভেন্যুগুলোতে। যদিও এসব রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিসিসিআই এখনও কিছু অবহিত করেনি।
তিনটি থেকে বেছে নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিসিসিআই নতুন সূচি (IPL 2025 Resumes) প্রকাশ করবে।
১১ মে পাঞ্জাব-দিল্লির ম্যাচটি বন্ধ করে দেওয়ার পরের দিন স্থগিত হওয়া আইপিএল ফের শুরু হতে পারে ১৬ কিংবা ১৭ মে। হাতে সময় কম থাকায় বিসিসিাআই সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে দ্রুত সময়ের মধ্যে তাদের ডেরায় প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছে।
বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই
ফের আইপিএল শুরু করলে ফ্র্যাঞ্চাইজিগুলো একটা সমস্যায় পড়তে পারে। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার প্রায় সব ক্রিকেটারই দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসের (এএপি) খবর, বাকি ম্যাচগুলোর জন্য শঙ্কিত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফিরতে অনীহা। এদের মধ্যে অনেকের দল প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেছে, এই তালিকায় আছেন বাদ পড়া সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা ও চেন্নাই সুপার কিংসের নাথান এলিস। যাদের দল এখনও প্লেঅফের দৌড়ে আছে তারা ফিরতে পারেন, যদি ম্যাচগুলো দেশের দক্ষিণাংশে (পাকিস্তান সীমান্ত থেকে বহু দূরে) আয়োজন হয়।
নিরাপত্তাহীনতায় ভোগার পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফিরতে না চাওয়ার পেছনে আরও একটি কারণ আছে। আগামী ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ারও একটি ব্যাপার আছে।
বিসিসিআই এখন একদিকে যেমন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার চাপে রয়েছে, তেমনি সময়ের অভাবে টুর্নামেন্ট সফলভাবে শেষ করাটাও একটি বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বিকল্প খোঁজা, ভেন্যু নির্ধারণ, এবং সম্প্রচার সময়ের সঙ্গে সমন্বয়—এই তিনটি বিষয় বিসিসিআইয়ের সামনে এখন সবচেয়ে বড় বাধা।
#IPL2025 #BCCIUpdate #IPLResumes #CricketBack #IPLNewSchedule #AustraliaCricketers #HomeAwayFormat #IPL2025Restart #IndianCricket #CricketNews
আরও পড়ুন :
ধ্বংস PL-15 মিসাইল এবং পাকিস্তানি মিরাজ, চিন-পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর বিক্রম মিশ্রের পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন আক্রমণ