লর্ডসের ফাইফারের পর এমসিসি জাদুঘরে জুতা দান করলেন জসপ্রীত বুমরাহ

লর্ডস অনার্স বোর্ডে নাম লেখানোর পর নিজের জুতা এমসিসি জাদুঘরে দান করলেন জসপ্রীত বুমরাহ। পাঁচ উইকেটের পারফরম্যান্সে রেকর্ড গড়ার পাশাপাশি স্মৃতি রেখে গেলেন ক্রিকেট ঐতিহ্যের মঞ্চে।