জো রুট রাহুল দ্রাবিড এবং রিকি পন্টিংকে ছাপিয়ে—সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক

ইংল্যান্ডের জো রুট টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন। দ্রাবিড়, ক্যালিস ও পন্টিংকে টপকে এখন শুধুই সাচিন টেন্ডুলকারের পেছনে। তাঁর ব্যাটিং সামর্থ্য আর পরিসংখ্যান বলছে—রুট এখন আধুনিক ক্রিকেটের অনন্য কিংবদন্তি।