জোটার স্মৃতিতে চোখ ভেজাল অ্যানফিল্ড, ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠাল লিভারপুল

দিয়োগো জোটার ২০ নম্বর এখন লিভারপুলের ইতিহাস। প্রয়াত পর্তুগিজ তারকার স্মৃতিকে অমর রাখতে ক্লাবের অভূতপূর্ব সিদ্ধান্ত—চিরতরে অবসরে পাঠানো হল তাঁর জার্সি নম্বর।