Breaking News

KarunNairComeback

চার নম্বর সমাধানে কুম্বলের পরামর্শ: ফিরুক করুন নায়ার, বিরাটের জায়গা নিতে প্রস্তুত!

বিরাট কোহলির টেস্ট অবসরের পর, ভারতের চার নম্বর পজিশন নিয়ে দ্বিধা চলছে টিম ম্যানেজমেন্টে

KarunNairComeback: The Return of a Star Player %%page%% %%sep%% %%sitename%%

KarunNairComeback

শান্তিপ্রিয় রায় চৌধুরী | ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে তৈরি করেছে এক বিশাল ফাঁকা জায়গা—বিশেষ করে চার নম্বর পজিশনে। সেই জায়গা পূরণ করতে কে হবেন যোগ্যতম ব্যাটসম্যান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঠিক সেই মুহূর্তে ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে দিয়েছেন এক চমকপ্রদ পরামর্শ—ফিরিয়ে আনা হোক করুন নায়ারকে (KarunNairComeback)।

২০১৭ সালে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলা করুন নায়ারকে জাতীয় দলের জার্সিতে খুব একটা দেখা যায়নি। তবে এখন ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে অগ্নিমূর্তি ধারণ করেছেন এই ডানহাতি ব্যাটার। কুম্বলের মতে, এতদিন বাদেও যেভাবে নায়ার রান করে চলেছেন, তাতে জাতীয় দলে তার প্রত্যাবর্তন সময়ের দাবি।

কিং কোহলি: টেস্ট ক্রিকেটে এক বিরাট অধ্যায়ের নাম

বছর শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে জায়গা হয়নি অজি অধিনায়কের,অধিনায়ক হলেন বুমরাহ!

২০২৪-২৫ মরসুমে বিদার্ভা দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৮ ইনিংসে কেবল একবার আউট হয়ে ৭৭৯ রান করেছেন নায়ার। এর মধ্যে ছিল টানা চারটি সেঞ্চুরি, সর্বমোট পাঁচটি শতরান। এই অসাধারণ ফর্মে তিনি গড়েছেন একাধিক ঘরোয়া রেকর্ড (KarunNairComeback)।

রঞ্জি ট্রফিতেও তার পারফরম্যান্স ছিল অনবদ্য। চারটি সেঞ্চুরি ও দুইটি হাফ-সেঞ্চুরিতে ৮৬৩ রান করেছেন ৫৩.৯৩ গড় নিয়ে। তার এই ধারাবাহিকতা চোখে পড়েছে নির্বাচকদের পাশাপাশি কুম্বলেরও।

এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তার পরিসংখ্যানও যথেষ্ট বলিষ্ঠ: ১৮৩ ইনিংসে ৮২১১ রান, গড় ৪৯.১৬, সেঞ্চুরি ২৩টি ও ফিফটি ৩৬টি।

কেবল দেশের মাঠেই নয়, ইংল্যান্ডের কন্ডিশনেও নিজেকে প্রমাণ করেছেন নায়ার। নর্থ্যাম্পটনশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে ১৪ ইনিংসে ৭৩৬ রান করেছেন ৫৬.৬১ গড়ে। এই ইনিংসগুলোর মধ্যে ছিল দুইটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০২ রান

এই ইংল্যান্ড অভিজ্ঞতাকে সামনে রেখেই কুম্বলে বলছেন,

“নায়ার শুধু দেশের মাঠে নয়, বিদেশের কন্ডিশনেও অভ্যস্ত। লর্ডস, ওভাল, ম্যানচেস্টারের মতো জায়গায় কিভাবে ব্যাট করতে হয় সে জানে।”

যদিও নায়ারের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার মাত্র ৭ ম্যাচের, কিন্তু তার একটি ইনিংস ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৩০৩ রান—ভারতের ইতিহাসে মাত্র দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি।

তবে তারপর থেকেই তিনি হারিয়ে যান জাতীয় দল থেকে। সুযোগ না পাওয়ার আক্ষেপ থাকলেও, তার পুনরুত্থান যেন একটা ‘ক্রিকেট রিডেম্পশন’ গল্প।

“একটা ক্রিকেটার যাকে এত বছর উপেক্ষা করা হয়েছে, সেই নায়ার আজ ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ফর্মে। ইংল্যান্ড সফরের মতো চ্যালেঞ্জিং সিরিজে তার অভিজ্ঞতা কাজে লাগানো হোক,” — মন্তব্য কুম্বলের।

তিনি আরও বলেন,

“চার নম্বরে নায়ারের মতো স্থিতিশীল, ধীরস্থির এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা সম্পন্ন ব্যাটার আমাদের প্রয়োজন।”

#KarunNairComeback #AnilKumbleSuggestion #TeamIndiaTest #IndiaMiddleOrder #WTC2025 #RanjiTrophyHero #KarunNairTripleCentury #BCCISelection #IndiaVsEngland2025 #IndianCricketNews

আরও পড়ুন :

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?

“১০০০০ গাভাস্কার”: গাভাস্কারের নামে বিসিসিআই বোর্ডরুম, কিংবদন্তিকে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

ad

আরও পড়ুন: