KiyanNassiri MohunBagan
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : মোহনবাগান সুপার জায়ান্ট-এ ফিরলেন কলকাতার ঘরের ছেলে কিয়ান নাসিরি (KiyanNassiri MohunBagan)। শুক্রবার (৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়, তিন বছরের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ান। এ চুক্তির মধ্য দিয়ে আবারও সবুজ-মেরুন জার্সিতে মাঠে দেখা যাবে ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে, যাঁর ফুটবল যাত্রা শুরুই হয়েছিল মোহনবাগানের হয়ে।
বিশেষজ্ঞদের মতে, কিয়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত মোহনবাগানের দীর্ঘমেয়াদি দলের পরিকল্পনার অংশ। তরুণ প্রতিভাদের ঘরেই ধরে রেখে দলকে আরও শক্তিশালী করা হচ্ছে, তারই প্রতিফলন এই চুক্তিতে।
ইউরোপা লিগ-বিজয়ী জাইরো সাম্পেরিওকে দলে নিল নর্থইস্ট ইউনাইটেড এফসি
ইজরায়েলি আগ্রাসনে গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে: স্কুলছুট প্রায় ৮ লাখ শিক্ষার্থী
কিয়ানের নাম স্মরণ করলেই উঠে আসে ২০২১-২২ মৌসুমের কলকাতা ডার্বি—যেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নজর কাড়েন তিনি। মোহনবাগানের ইতিহাসে এমন ডার্বি হ্যাটট্রিক ছিল বিরল ঘটনা, আর সেই অর্জনেই তুমুল জনপ্রিয়তা পান জামশেদ নাসিরির পুত্র।
২০১৯ সালে মোহনবাগানের সিনিয়র দলে অভিষেকের পর চার মৌসুমে ৭০টি ম্যাচে মাঠে নামেন কিয়ান, করেন ৯টি গোল। এরপর ২০২৪-২৫ মৌসুমে চেন্নাইয়িন এফসি-তে চলে যান, কিন্তু সেখানকার সময়টা তেমন সুখকর হয়নি।
চেন্নাইয়িনের হয়ে ১৫ ম্যাচে গোলশূন্য থাকেন তিনি, যার ফলে ফের নিজেকে প্রমাণ করার জন্য ঘরের মাঠে ফিরে আসার পথ বেছে নেন।
চুক্তির পর কিয়ান বলেন,
“কলকাতায় ফিরে এসে ভালো লাগছে। সুযোগ পেলে আবার নিজেকে প্রমাণ করতে চাই। মোহনবাগান দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল, তাই এই ক্লাবের প্রতি আমার বিশেষ আবেগ আছে।”
তাঁর বক্তব্যে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও দায়বদ্ধতা। মোহনবাগানে ফিরে তিনি শুধু নিজেকে মেলে ধরতে চান না, বরং আবারও সেই পুরনো ছন্দ ফিরে পেতে চান, যা তাঁকে একসময় চিহ্নিত করেছিল ভবিষ্যতের তারকা হিসেবে।
মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমানে আইএসএল চ্যাম্পিয়ন দলের তকমা নিয়ে আসন্ন মৌসুমের জন্য শক্তিশালী স্কোয়াড গঠনে ব্যস্ত। দলের ম্যানেজমেন্ট চাইছে তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তে।
কিয়ানের মত ঘরোয়া প্রতিভা, যিনি ক্লাবের সংস্কৃতি ও দর্শকের আবেগ বোঝেন, তাঁর ফেরা দলে ইতিবাচক পরিবেশ আনবে বলেই আশা করছে ক্লাব। পাশাপাশি, তাঁর আগ্রাসী ফুটবল স্টাইল, দ্রুততা ও মিডফিল্ডে গতি আনার দক্ষতা দলকে নতুন মাত্রা দেবে।
সমর্থকদের মধ্যে কিয়ানের ফেরা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেশিরভাগই এই সিদ্ধান্তে খুশি। ক্লাবের প্রতি তাঁর আবেগ, কলকাতা ডার্বিতে অতীতের পারফরম্যান্স এবং তরুণ বয়সই তাঁদের আশা জাগিয়েছে।
একজন টুইটার ব্যবহারকারী লেখেন:
“ডার্বি হ্যাটট্রিক করা ছেলেটা আবার ফিরছে, এবার আরও পরিণত হয়ে।”
আরেকজন লেখেন: “চেন্নাইতে গোল না পেলেও, মোহনবাগানে গোলমেশিন হয়ে উঠবে আবার!”
আরও পড়ুন :
এক ইনিংসেই শুভমান গিলের ৫ রেকর্ড: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন তরুণ অধিনায়ক