IPL 2025 KKR
শান্তনু কর্মকার : কথায় আছে ব্যাটাররা ম্যাচ জেতান, বোলাররা টুর্ণামেন্ট (IPL 2025 KKR)। আইপিএল একাধিকবার সাক্ষী থেকেছে, ২০১৬ এর সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু করে ২০১৯-২০২০ তে অপ্রতিরোধ্য হয়ে ওঠা মুম্বই, প্রত্যেকটা দলের ক্ষেত্রেই শক্তিশালী বোলিং লাইন আপ কমন ফ্যাক্টর।
গম্ভীর জমানার শুরু থেকেই বুঝে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সও (IPL 2025 KKR)। গতবছর আইপিএল জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নাইটদের বোলিং। তবে রাম, রামরাজত্ব..দুই-ই গরহাজির। এ বছর গম্ভীরও নেই, কলকাতায় সেই গৌতম দর্শনও নেই। যা পড়ে রয়েছে, তা গতবছরের বোলিং লাইন আপের কিছু মণিমাণিক্য মাত্র।
IPL 2025 : একই ঘোড়ারোগ নিয়ে KKR এর বিরুদ্ধে নামছে RCB
India-US Ties: ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় হাজির মোদি, হুড়হুড়িয়ে বাড়ছে Truth Social এর জনপ্রিয়তা
এবার মূলত সেই সুনীল নারিন-বরুণ চক্রবর্তীর জাদুতে ভরসা রেখেই টুর্নামেন্টে নামতে চলেছে কেকেআর (IPL 2025 KKR)৷ মেগা নিলামের আগেই গতবছরের ছ’জনকে দলে রেখে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাৎপর্যপূর্ণভাবে সেই ছ’জনের পাঁচজনই বল হাতে চৌকস! সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা তো বটেই… দলে রেখে দেওয়া হয়েছিল রমনদীপ সিং, আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডারকেও। বিশেষজ্ঞদের মতে, এবছর কেকেআরের সবচেয়ে ভাল সিদ্ধান্ত বোধহয় গণহারে রিটেনশনই…
রিটেনশন তো নাহয় হল, তারপর? হিসেব বলছে, মেগা নিলামে গতবারের মিচেল স্টার্কের মতো কাউকে কিনতে পারেনি কেকেআর। বৈভব আরোরা-চেতন সাকারিয়া-স্পেন্সর জনসন-অনরিখ নখিয়ারা রয়েছেন ঠিকই, তবু কোথাও যেন এক্স ফ্যাক্টরের অভাব এই লাইনআপে। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, পাওয়ার প্লেতে জনসন কিংবা নখিয়া কেমন বোলিং করেন, তার ওপরই নির্ভর করবে কেকেআরের এবছরের টুর্নামেন্ট ভবিষ্যত৷
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS