Breaking News

KohliGift patidar

চ্যাম্পিয়ন হয়ে অধিনায়ক পাতিদারকে ‘অমূল্য’ উপহার দিলেন কোহলি

"আমার জন্য এই জয় আবেগের। কিন্তু এর কৃতিত্ব পুরোপুরি রজতের। ওর শান্ত মাথা, ব্যাটিংয়ের সময় সাহসিকতা আর নেতৃত্ব—সবকিছু মুগ্ধ করেছে।"

KohliGift Patidar: A Historic Moment for RCB %%page%% %%sep%% %%sitename%%

KohliGift patidar

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ১৮ বছরের লম্বা অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলের শিরোপা ছুঁয়ে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগে ভেসেছে গোটা আরসিবি শিবির। সেই আবেগঘন মুহূর্তেই সামনে এলো এক অনন্য দৃশ্য—ভবিষ্যতের অধিনায়ককে নিজের অমূল্য ব্যাট উপহার (KohliGift patidar) দিলেন কিংবদন্তি বিরাট কোহলি।

১৭ বছর ধরে এই শিরোপার জন্য লড়াই করেছে ব্যাঙ্গালুরু। এই সময় ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন মোট ৭ জন। কোহলি নিজেও ৮ বছর নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি একবারও।

এবার অধিনায়কত্বের দায়িত্ব ছিল তরুণ রজত পাতিদারের কাঁধে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে যান ফাইনাল পর্যন্ত, আর সেখানেও পাঞ্জাবের মতো হেভিওয়েট দলকে হারিয়ে ইতিহাস গড়েন।

১৮ বারের অপেক্ষার অবসান, অবশেষে আইপিএলের মুকুট উঠল কোহলির মাথায়

আইপিএল ২০২৫ : কে জিতল কোন পুরস্কার, কোন দল পেল কত টাকা – এক নজরে সব তথ্য

ম্যাচ শেষে সম্প্রচারকারীদের সঙ্গে সাক্ষাৎকারে কোহলি বলেন:

“আমার জন্য এই জয় আবেগের। কিন্তু এর কৃতিত্ব পুরোপুরি রজতের। ওর শান্ত মাথা, ব্যাটিংয়ের সময় সাহসিকতা আর নেতৃত্ব—সবকিছু মুগ্ধ করেছে।”

খেলার পর কোহলি সাজঘরে ফিরে যান আরসিবির আরেক কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে। সেখানে চুপচাপ বসেছিলেন রজত পাতিদার। কোহলি নিজের এমআরএফ স্টিকারের ব্যাটটি হাতে তুলে নেন, একবার স্টান্স নিয়ে দেখে নেন ভারসাম্য ঠিক আছে কি না। এরপর হঠাৎ করেই ব্যাটটি ছুঁড়ে দেন পাতিদারের দিকে।

রজত ব্যাটটি লুফে নিয়ে তাতে চুমু খান। তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর আনন্দের মিশেল। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের আবেগ।

আরও পড়ুন :

পেনাল্টির নিয়মে বড় বদল, যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রযোজ্য হবে নতুন আইন

২৫ বছর পর পর্দায় ফিরছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ – তুলসী ও মিহির জাদু আবার স্টার প্লাসে

ad

আরও পড়ুন: