পিছিয়ে গেল শনিবারের ডার্বি, নতুন দিনক্ষণ ২৬ জুলাই

কলকাতা লিগের প্রথম ডার্বি আর ১৯ জুলাই হচ্ছে না। নিরাপত্তা ঘাটতির কারণে পুলিশের অনুমতি না মেলায় তা পিছিয়ে ২৬ জুলাই করা হয়েছে। ভেন্যু একই থাকছে—কল্যাণী স্টেডিয়াম।