আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে ১০.৬৫ কোটি টাকা জরিমানা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে ১০ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে ইডি। জরিমানার দায় বোর্ডের বলে দাবি করে আদালতের শরণাপন্ন হন তিনি। বোম্বে হাই কোর্টে আবেদন খারিজ হওয়ার পরে এবার সুপ্রিম কোর্টে গিয়েছেন মোদী। আদালত জানায়, বিসিসিআই কোনও সরকারি সংস্থা নয়—তাই দায় তাদের নয়।