Breaking News

Los Angeles wildfires

দাবানলে ধ্বংস হচ্ছে লস এঞ্জেলস, প্রশ্ন অলিম্পিক হবে তো?

২০২৮ সালের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। কিন্তু চলমান দাবানলের ভয়াবহতা এতটাই যে আদৌ ২০২৮ সালে এখানে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে তো?

Los Angeles wildfires cast a shadow over 2028 Olympic

Los Angeles wildfires

ক্লাউড টিভি ডেক্স : ২০২৮ সালের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। কিন্তু চলমান দাবানলের (Los Angeles wildfires) ভয়াবহতা এতটাই যে আদৌ ২০২৮ সালে এখানে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে তো? অলিম্পিক ঘিরে এই প্রশ্নটাই এখন দেখা দিয়েছে?

লস অ্যাঞ্জেলেসের দাবানলে (Los Angeles wildfires) এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে আর বাতাসের গতি বেড়ে যাওয়ায় জন্য আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। দাবানলে (Los Angeles wildfires) এই বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার জন্য অলিম্পিক হওয়ার প্রশ্নে আরো আশঙ্কা বড় করে দেখা দিয়েছে।

অলিম্পিক শুরু হবে ২০২৮ সালের জুলাই মাসে। এখনও তিন বছরের বেশি সময় বাকি রয়েছে। তবুও অনেকেই শঙ্কা প্রকাশ করেছে অলিম্পিক আয়োজনে। কেউ কেউ তো এখন থেকেই অলিম্পিক গেমসের ভেন্যু বদলে ফেলতে পরামর্শ দিয়েছেন।

তবে বার্তা সংস্থা এএফপির খবরে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলস, এএফপির খবর বলছে,অলিম্পিক গেমসের ৮০টির বেশি ভেন্যুর কোনোটিই দাবানলের কারণে এখনো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে বিপদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্যাসিফিক প্যালিসেডসে ছড়িয়ে পড়া আগুন রিভিয়েরা কান্ট্রি ক্লাবের কাছে এসে পৌঁছেছিল। সেখানেই ২০২৮ অলিম্পিকের গলফ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্বস্তির বিষয় একটাই, অধিকাংশ ভেন্যুই দাবানল (Los Angeles wildfires) প্রবণ এলাকার বাইরে। তথ্য অনুযায়ী, ২০২৮ সালে অলিম্পিক চলাকালীন একই ধরনের দাবানলের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম।
কারণ ২০২৮ অলিম্পিক যখন অনুষ্ঠিত হবে তখন সান্তা আনা বায়ুপ্রবাহ থাকে না। এটি এক ধরনের মরসুমী ঝড়ো হাওয়া যা দাবানলের ভয়াবহতা ক্রমশ বাড়িয়ে তোলে। তবে জুলাই মাসে তা হাওয়ার সম্ভাবনা কম।

এদিকে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজকম লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজনের বিষয়ে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে এবং লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমস আয়োজন স্বত্ব বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করেছিলেন। বর্তমান পরিস্থিতি তার জন্য, রাষ্ট্রের জন্য, ক্যালিফোর্নিয়ার জন্য এবং এখানকার মানুষের জন্য নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরার সুযোগ করে দিয়েছে।’

ad

আরও পড়ুন: