Breaking News

manu bhaker

ফিরে দেখা ২০২৪: প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের সাফল্য অনুপ্রাণিত করেছে ভারতের তরুণ ক্রীড়াবিদদের

ভারতের প্রথম শ্যুটার হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনু ভাকেরl ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার পর সরবজ্যোত সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতে অলিম্পিকে ইতিহাস গড়লেন।

manu bhaker first indian shooter to win double medal in an Olympic

manu bhaker

শান্তিপ্রিয় রায়চৌধুরী : ২০২৪ সালে ক্রীড়া দুনিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল গ্রেটেস্ট সো অন আর্থ- প্যারিস অলিম্পিক্স। এবারের প্যারিস অলিম্পিক্সেই ভারত সবচেয়ে বড় দল পাঠিয়েছিল বড় সাফল্যের আশায়। ভারতের সেই পূরণ হয়নি l তেত্রিশ তম এই গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ভারতের পদক সংখ্যা ছয়ে পৌঁছেছে, পাঁচটি ব্রোঞ্জ ও একটি রুপো (manu bhaker)

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

তার মধ্যে আছে ভারতের প্রথম শ্যুটার হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনু ভাকের (manu bhaker)ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার পর সরবজ্যোত সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতে অলিম্পিকে ইতিহাস গড়লেন।

১৯০০ সালের প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির গড়েছিলেন ব্রিটিশ বংশোদ্ভুত এক ভারতীয় নরম্যান প্রিচার্ড।‌ এই বছর তিনি অলিম্পিকে দুটি পদক পেয়েছিলেন। আর এবার অর্থাৎ ২০২৪ এ সেই প্যারিসে এসে ২৮ জুলাই রবিবার সেই ইতিহাসকে ভাঙলেন মনু। জিতলেন জোড়া পদক।

আরও পড়ুন : মুরগুমা (Murguma), যার প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানো

Breaking : আমেরিকার শত্রু দেশে ভারতের দূতাবাস খোলার উদ্যোগ

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

সেদিন মনুকে নিয়ে দেশবাসীর মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই উন্মাদনা আজও রয়েছে l প্যারিস অলিম্পিকে হ্যাট্রিকের সুযোগও ছিল মনুর (manu bhaker) তিনি হ্যাটট্রিক করার কাছাকাছি এসেও হ্যাটট্রিক করতে পারেননিl ২০২৮ অলিম্পিক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে l সেই অলিম্পিক্সকে পাখির চোখ করেছেন মনু ভাকের । অলিম্পিকের পদক পাওয়ার পরেই তিনি স্থির করে ফেলেন পরের প্রতিযোগিতায় তিনি কিভাবে লড়বেন। কঠোর পরিশ্রমই যে সাফল্যের একমাত্র চাবিকাঠি তা বারবার বলেছেন ২২ বছরের এই শুটার।

মনু ভাকের ভারতের অন্যতম উজ্জ্বল শ্যুটিং তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। প্যারিস অলিম্পিকে অল্প বয়সে তার কৃতিত্বগুলি তাকে উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের জন্য একটি আদর্শ করে তুলেছে। হরিয়ানার ঝাজ্জার জেলার একটি ছোট গ্রাম গোরিয়া থেকে বিশ্ব মঞ্চে মনুর (manu bhaker) যাত্রা তার কঠোর পরিশ্রম, সংকল্প এবং তাকে এই জায়গায় নিয়ে এসেছেl
প্রশিক্ষণে মনুর সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি এবং খেলাধুলার প্রতি তার প্রতিশ্রুতি তার সাফল্যের মূল কারণ। তার এই সাফল্য ভারতজুড়ে তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে চলেছেl

ad

আরও পড়ুন: