Breaking News

MartandRaina

আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

মার্তান্দ রায়নার মতো তরুণ প্রতিভা দলে টেনে ডিফেন্স শক্তিশালী করল ইস্টবেঙ্গল। বাংলার ফুটবলের সঙ্গে পুরনো সম্পর্ক থাকলেও এবার প্রথমবার মশাল জার্সিতে দেখা যাবে তাঁকে।

MartandRaina Joins East Bengal for Three Years %%page%% %%sep%% %%sitename%%

MartandRaina

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: নতুন মরসুম শুরুর আগে ঘর গোছাতে ব্যস্ত ইমামি ইস্টবেঙ্গল। এবার আই লিগের প্রতিভাবান ডিফেন্ডার মার্তান্দ রায়নাকে তিন বছরের চুক্তিতে দলে টেনে নিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়।

গত মরসুমে রাজস্থান ইউনাইটেড-এর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মার্তান্দ। যদিও দল খুব একটা সফল হয়নি, কিন্তু ২১ বছর বয়সী এই ডিফেন্ডারের একক নৈপুণ্য নজর কেড়েছিল ফুটবল বিশেষজ্ঞদের। সেন্টার ব্যাক পজিশনে তার স্ট্যামিনা, ট্যাকলিং আর পজিশনিং ইতিমধ্যেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।

মার্তান্দ রায়নার প্রতিক্রিয়া:

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে স্বভাবতই খুশি রায়না। ক্লাবের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে তিনি বলেন,

“এমন এক ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। বাংলার ফুটবলের সঙ্গে আমি আগেও যুক্ত ছিলাম— অ্যাডামাস ইউনাইটেড দলের হয়ে খেলেছি। ইস্টবেঙ্গলের মতো সমর্থনভরা ক্লাবে খেলার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ কিছু। আমি নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছি।”

দল বদলের গুঞ্জন থামিয়ে দিলেন বিষ্ণু, দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থাকছেন তরুণ তারকা

ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে

ক্লাবের পরিকল্পনা:

ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেন,

“মার্তান্দ আমাদের রক্ষণভাগে শক্তি জোগাবে। ওর মতো তরুণ, ফিট এবং যুদ্ধজয়ী মানসিকতার ফুটবলার আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। আইএসএলে আমরা আরও প্রতিযোগিতামূলক স্কোয়াড গড়ে তুলতে চাই।”

কেন রায়নাকে গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল?

  • ✔️ বয়সে তরুণ, কিন্তু অভিজ্ঞতায় সমৃদ্ধ

  • ✔️ আই লিগে ধারাবাহিক পারফর্মার

  • ✔️ ফিজিক্যালি ফিট এবং ৯০ মিনিট ফোকাস ধরে রাখতে সক্ষম

  • ✔️ দেশি খেলোয়াড় কোটায় মূল্যবান সংযোজন

রাজস্থান ইউনাইটেডে যেভাবে নজর কাড়লেন:

মার্তান্দ ২০২3-24 আই লিগ মরসুমে ১৫ ম্যাচে ৪ ক্লিন শিট এবং ৭০% সফল ট্যাকল রেকর্ড করেছেন। নিজের ধারাবাহিকতা, লং বল ও এয়ারিয়াল প্রেজেন্স দিয়ে প্রতিপক্ষের আক্রমণ বারবার ব্যর্থ করে দিয়েছেন। ফুটবল পন্ডিতদের মতে, সে খুব দ্রুতই জাতীয় দলের বিবেচনায় আসতে পারে।

আরও পড়ুন :

ডুরান্ড কাপ ঘিরে ইস্টবেঙ্গলের কোমর বেঁধে নামা: ১২ জুলাই থেকে শুরু প্রস্তুতি, টার্গেট ২৩ জুলাই

সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল, ২০২৭ পর্যন্ত লাল-হলুদে

ad

আরও পড়ুন: