আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

মার্তান্দ রায়নার মতো তরুণ প্রতিভা দলে টেনে ডিফেন্স শক্তিশালী করল ইস্টবেঙ্গল। বাংলার ফুটবলের সঙ্গে পুরনো সম্পর্ক থাকলেও এবার প্রথমবার মশাল জার্সিতে দেখা যাবে তাঁকে।